“বড়মার হাতের চিঠি আমার কাছে আছে”, মতুয়া আবেগ টানতে মন্তব্য মমতার
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ গাইঘাটার একটি জনসভা উপস্থিত ছিলেন
একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। ইতিমধ্যেই পাঁচ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর তিন দফা নির্বাচন। এই বাকি তিন দফা নির্বাচনের ভোট ব্যাংক রয়েছে মতুয়াদের হাতে। আজ রবিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গাইঘাটা একটি জনসভায় উপস্থিত ছিলেন ২২ এপ্রিলের ষষ্ঠ দফার নির্বাচনের প্রচার এর জন্য ঝড় তুলতে। তিনি আজ জনসভা থেকে প্রধানত মতুয়া ভোটব্যাঙ্ক লক্ষ্য করে প্রচার করেছেন। তিনি বলেছেন, “বড়মার বেশ কয়েকটি চিঠি আমার কাছে আছে। তিনি আমাকে বলে গিয়েছিলেন যে আমি চলে গেলে ওদের একটুখানি তুমি দেখো।”
এদিন ঠাকুর পরিবারের পরিবারতন্ত্র নিয়ে জনসভায় সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “কখনো ঠাকুরের কাউকে ভোটে দাঁড় করানোর জন্য, একবার তার ভাই দাঁড়াবে, তার বউ দাঁড়াবে, সে দাঁড়াবে। কই, একটা গোসাইকে তো কখনও টিকিট দেওয়ার কথা বলোনি, একটা দলপতিকে করোনি, সভাপতিকে করোনি, মতুয়া সমর্থককে করোনি।” এছাড়াও তিনি বলেছেন, “তবে আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। তবুও আমি দিয়েছি। রনেন্দ্র বিশ্বাস অনিরুদ্ধ বিশ্বাসের ছেলে। ওদের প্রার্থী নরত্তম বিশ্বাস মতুয়াদের আদি লোক।”
প্রসঙ্গত উল্লেখ্য, শেষ তিন দফা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে মতুয়া ভোটব্যাঙ্ক। রাজ্যে সত্তরটির বেশি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একদিকে বিজেপি CAA দেওয়ার লোভ দেখিয়ে মতুয়াদের নিজেদের দিকে আনতে চাইছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ মতুয়াদের আবেগ বড়মার কথা উত্থাপন করে তাদেরকে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন।