কলকাতা নাইট রাইডার্স আইপিএল অভিযান খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। ১৮ রানে কেকেআরকে হারিয়ে ম্যাচ জেতে সিএসকে। টসে জিতে বোলিং নেয় কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ করে চেন্নাই। প্রাথমিক ধাক্কা কারিয়ে আপ্রাণ লড়াই করে কলকাতা। তবে শেষ রক্ষা হল না। ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ২০২ রান করে কলকাতা।
দলের ৩১ রানের মাথায় ৫টি উইকেট হারায় কলকাতা। এই বিপর্যয়মূলক অবস্থা থেকে দলকে এগিয়ে নিয়ে যান দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স। আন্দ্রে রাসেলের ২২ বলে ৫৪ রান পুনরুত্থানের মঞ্চ তৈরি করে। তিনি আউট হওয়ার পর, প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক কাজ চালিয়ে যান, ২৪ বলে ৪০ রান করেন। শেষ পর্যন্ত, প্যাট কামিন্সের উপর নির্ভর করে দল এগিয়ে যায়। তিনি ৩৪ বলে ৬৬ রানে অপরাজেয় ছিলেন। কিন্তু নাইটরা শেষ রক্ষা করতে পারেনি এবং ১৮ রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায়। এই ত্রয়ী ১১টি চার এবং ১৪টির মতো ছক্কা মেরে শেষ ওভার পর্যন্ত সিএসকের সাথে টক্কর দেয়।
এই টুর্নামেন্ট কেকেআরের অধিনায়ক মরগ্যানের ব্যাট থেকে এখনও পর্যন্ত ভালো রান আসেনি। সিএসকের সাথে ম্যাচে ৭ বলে মাত্র ৭ রান করেন তিনি। বারবার ফ্লপ হওয়ার পর মরগ্যানকে কেকেআরের অধিনায়কত্ব থেকে সরানোর দাবি উঠেছে। কিছু সমর্থকরা আবার দীনেশ কার্তিককে কেকেআরের অধিনায়ক হিসেবে দেখতে চাইছে।