মানুষকে গরু, ছাগল, কুকুরের সাথে তুলনা দেবাংশুর, বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে
তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য মানুষকে পশুদের সাথে এমন তুলনা করায় বিতর্কের ঝড় ওঠে গোটা বঙ্গ রাজনৈতিক মহলে
একুশে বাংলা বিধানসভা নির্বাচন প্রায় শেষের পথে। ইতিমধ্যেই ছয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাকি আছে আর দুই দফা নির্বাচন। আগামী ২৬ ও ২৯ এপ্রিলে এই দুই দফা নির্বাচন সম্পন্ন হবে। তবে বিধানসভা নির্বাচনের শেষ পর্বে এসে ফের বিতর্কে গা ভাসালেন তৃণমূলের যুব নেতা তথা মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি আসলে গত মঙ্গলবার মালদহের মালতিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সীর হয়ে মালতিপুর জালালপুর হাই স্কুল মাঠে একটি জনসভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে কটাক্ষ করেন।
বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন, “বিজেপি উন্নয়ন না। ওরা জাতপাতের রাজনীতি করে। এই অঞ্চলে তৃণমূল জিতবে। এবার একুশে তৃণমূলের জয়ের হ্যাটট্রিকে মালদা সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।” এছাড়া তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে গিয়ে আরো জানান, “শুভেন্দু তার মায়ের সাথে বেঈমানি করেছে। ওকে উচিত শিক্ষা দিন। কদিন আগে শুভেন্দু অধিকারী মালদাতে এসে সভা করে গেছে। সেই জনসভায় বেশি লোক হয়নি। মাত্র ৫০০ কুকুর, বিড়াল, গরু এবং ছাগল এসেছিল।”
দেবাংশু ভট্টাচার্যের এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। আসলে বিজেপির সভায় তিনি উপস্থিত মানুষকে কুকুর, বিড়াল, গরু এবং ছাগলের সাথে তুলনা করেছেন। মানুষকে পশুদের সাথে এমন তুলনা করায় বিতর্কের ঝড় ওঠে গোটা বঙ্গ রাজনৈতিক মহলে। এই কথার প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি প্রার্থী দীপংকর রাম বলেছেন, “মুখ্যমন্ত্রী নিজেই সরকারি কর্মচারীদের ঘেউ ঘেউ করতে বারণ করেছিলেন। আসলে ভোটে তৃণমূল দল মানুষকে গরু ছাগল মনে করে। এটা নতুন কিছু নয়, আমার শুনে শুনে অভ্যাস হয়ে গেছে।”