একুশে বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে বাংলা। ইতিমধ্যেই ছয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর দুই দফা নির্বাচন। সেই উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই আজ ভোট প্রচারের উদ্দেশ্যে মুর্শিদাবাদে একটি ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করেছিলেন। তিনি বহরমপুরের রবীন্দ্র সদন থেকে এই ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন। সভামাঝে অবশেষে তিনি স্বস্তির খবর শুনিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, “তার পা এখন হয়তো সেরে গিয়েছেন বাড়ি ফিরে প্লাস্টার কাটার ব্যবস্থা করা হবে।”
তৃণমূল সুপ্রিমো বহরমপুরের ভার্চুয়াল সভায় কথা প্রসঙ্গে বলেন, “পায়ে চোট নিয়ে গত দেড় মাস আমি জেলায় জেলায় ঘুরছি। তবে এখন হয়তো আমার পা ভালো হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু বাড়ি যেতে পারছিনা তাই প্লাস্টার কাটাতে পারছি না। টানা ১০ দিন আমি বাড়ির বাইরে আছি। বাড়ি ফিরে পায়ের প্লাস্টার কাটাবো।” তিনি আরো বলেছেন, “পায়ে প্রচণ্ড ব্যথা সত্ত্বেও আমি আপনাদের সামনে এসে সর্বদা উপস্থিত হয়েছি। পায়ে ব্যথা নিয়ে জেলা সফর করেছি। এই দেড় মাসে এক মুহূর্ত সময় আমি নষ্ট করতে চাইনি। তাইতো এখন পা ঠিক আছে মনে হচ্ছে কিন্তু বাড়িতে নেই বলে প্লাস্টার কাটাতে পারছি না।”
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ মার্চ নন্দীগ্রামে একটি প্রচার করতে গিয়ে পায়ে আঘাত পান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাঁ পায়ের গোড়ালিতে খুব যন্ত্রণা শুরু হলে তাকে গ্রিন করিডোর করে নন্দীগ্রাম থেকে কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে এক্স রে করে জানা যায় তার পায়ে চিড় ধরেছে। পায়ে প্লাস্টার করার পর চিকিৎসকরা তাকে বিশ্রাম নেয়ার জন্য অনুরোধ করলেও তিনি হুইল চেয়ারে বসে জেলা সফর করে বেরিয়েছেন। অবশেষে আবার দিদি আগের মতোই পায়ে হেঁটে ঘুরতে পারবেন।














A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’