Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

‘মাই নেম ইজ এন মন্ডল’, এসআইয়ের বক্তব্যে সায়নীর পাল্টা হুঁশিয়ারি, ‘২ মে র পর উত্তর পাবে’

তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের বিরুদ্ধে বারংবার জমায়েত করার অভিযোগ উঠেছে

Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের সপ্তম দফা নির্বাচন চলছে আজ অর্থাৎ সোমবার। আজ পাঁচটি জেলার ৩৪ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সকাল থেকে নিজে নিজে বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপি প্রার্থীর করে বেড়াচ্ছে। আসানসোলের দক্ষিণের তৃণমূল প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন তারকা অভিনেত্রী সায়নী ঘোষ। সকাল থেকেই আজ তিনি খবরের শিরোনামে আছেন। সকালে বুথ পরিদর্শন করতে গিয়ে জমায়েত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই প্রসঙ্গ নিয়ে অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের সাথে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।

আসলে সায়নী ঘোষ বুথ পরিদর্শন করতে গেলে সেখানে আশেপাশে অনেক তৃণমূল কর্মী জমায়েত করে। জমায়েত এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নিত্যানন্দ মণ্ডল। কিন্তু তখনই সায়নী ঘোষ অভিযোগ জানান যে তিনি কোন জমায়েত করছেন না এবং পুলিশ তৃণমূল কর্মীদের সঙ্গে অবিচার করছেন। এতে এসআই নিত্যানন্দ মণ্ডল জানতে চান, “আপনি কে?” উত্তরে আসে, “আমি প্রার্থী।” তারপর নিত্যানন্দ মণ্ডল বলেন, “আপনার সঙ্গে এত লোক কেন? আপনি ওদের আগে সরান। মাই নেম ইজ এন মন্ডল আসিস্টেন্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ।” আর এতেই সায়নীর সাথে ওই এসআইয়ের বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনার পর এসআই জানিয়েছেন, “উনি তিন জায়গায় জমায়েত করেছেন। আমাদের কাছে সমস্ত ছবি আছে। বারবার ওনাকে এক কথা বলতে হচ্ছে।”

অন্যদিকে সায়নী ঘোষ বুথের সামনে জমায়েত করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বরং তিনি পাল্টা রাজ্য পুলিশের বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, “বেআইনিভাবে লাঠিচার্জ করছে পুলিশ। তাছাড়া সব বোকা বোকা অভিযোগ করছে। ওদের লাঠিচার্জের এক্তিআর নেই। ভোটে ব্যাঘাত ঘটানোর জন্য এইসব কাজ করছে। তৃণমূলের লোক বলেই আজ লাঠিচার্জ হচ্ছে। বিজেপি অঙ্গুলিলেহনে চলছে পুলিশ।” এছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সবকিছুর উত্তর পাবে ২ মে র পর। ওর মুখে কথা বসিয়ে দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ ভোট হচ্ছে এখানে।”

Related Articles

Back to top button