তারাপীঠের তারামা বলেছেন মমতা বাংলায় ফিরবেন, দেবাংশুর ফেসবুক পোস্ট ভাইরাল নিমেষে
বীরভূমের তারাপীঠ মন্দিরে আজ পুজো দিতে গিয়েছিলেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য
একুশে বাংলা বিধানসভার নির্বাচন প্রায় শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। আজ সপ্তম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর মাত্র এক দফা নির্বাচন। তারপর ফলপ্রকাশ হবে ২ মে। এরমধ্যে এবার বিভিন্ন জেলা থেকে নেতারা তাদের বাড়ি ফিরছেন। প্রায় প্রত্যেকটি নেতা নেত্রী চলতি বিধানসভা নির্বাচনের মাসে শতাধিক জনসভা, পদযাত্রা এবং রোড শোতে অংশগ্রহণ করেছেন। এরইমধ্যে তৃণমূলের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য আজ ভোটপ্রচারের প্রায় শেষ অধ্যায়ে এসে তারাপীঠ মন্দিরে পুজো দিয়েছেন।
দেবাংশু ভট্টাচার্য আজ তারাপীঠে পুজো দেওয়ার পর একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। ছবিটি আসলে বীরভূমের তারাপীঠ মায়ের মন্দির। ছবিটিতে দেখা গিয়েছে দেবাংশু পুজো দেওয়ার পর ভক্তিভরে মায়ের দিকে হাত জোড় করে প্রণাম করছে। ছবির ক্যাপশনে এই তৃণমূল যুব নেতা বলেছেন, “শেষ সাড়ে চার মাসে ৫১১ টি জনসভা, পদযাত্রা ইত্যাদি সাঙ্গ করে প্রচার এর শেষ লগ্নে আজ মায়ের সাথে দেখা করে বাড়ি ফিরছি। মায়ের কাছে অনেক আবদার রাখলাম। মা শুনল। অনুভব করলাম। সব শোনার শেষে মা বলল, ‘বাংলাতে মেয়ে থাকছে।’ আমি মাকে আশ্বস্ত করে বললাম, ‘তুমি ভালো থেকো।’ চললাম।”
আসলে দেবাংশু ভোটপ্রচারের শেষলগ্নে পৌঁছে স্পষ্ট জানাতে চেয়েছে যে এবারের নির্বাচনে জয়ী হবে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার আবারো ক্ষমতায় আসতে চলেছে। দেবাংশু ছবিটি পোস্ট করার পর রীতিমতো ঝড়ের গতিতে ছবিটি ভাইরাল হয়ে যায়।