গত দেড় মাসের ত্রিমুখী মহাযুদ্ধের ফল প্রকাশ আজ। একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ভোটগণনা হচ্ছে আজ অর্থাৎ ২ মে রবিবার। আজকের ভোট গণনার ফলাফল দেখার জন্য মুখিয়ে আছে গোটা বঙ্গবাসী। এবার বাংলার মানুষ কি চাইবে প্রত্যাবর্তন না পরিবর্তন? বাংলার মানুষ কি বাংলার মেয়েকে বেছে নেবে না পরিবর্তন বেছে নিয়ে সোনার বাংলা তৈরীর অঙ্গীকারে শামিল হবে? সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের ভোট গণনার পর। মোট ২৯৪ আসনের জন্য ৮ দফা নির্বাচন হয়েছিল। ভোট গণনা শুরু হওয়ার পর সবচেয়ে হেভিওয়েট লড়াই চলছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে।
প্রথম কয়েক দফায় মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা পিছিয়ে থাকলেও দ্বাদশ দফায় এসে শুভেন্দু অধিকারীকে বড় মার্জিনে পিছনে ফেলে দিয়েছেন মমতা। এছাড়া রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে নিশ্চিতভাবে তৃণমূল এগিয়ে আছে। কিছুক্ষণ আগে পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল কংগ্রেস ২০৭ আসনে এগিয়ে ছিল। সেই নিরিখে বিজেপির ফল অত্যন্ত হতাশাজনক। মাত্র ৮৫ আসনে এঁকেছিল বিজেপি। ভোট গণনা প্রায় শেষের পথে। এই মুহূর্তে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব বলা যেতে পারে।
সম্ভাব্য জয়ের খুশিতে মেতেছে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। তৃণমূলের তরুণ তুর্কি তথা দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ফেসবুক লাইভে এসে মমতার হ্যাটট্রিক করার খবর দিয়ে গেছে। তিনি বলেছেন, “বিধির বিধান দিদিই রবে…. বন্ধু এবার খেলা হবে।” এছাড়াও তিনি বলেছেন, “মোদি শাহের ডেলি প্যাসেঞ্জারি হেরে গেল ভাঙ্গা পায়ের কাছে। দেশের তাবড় তাবড় শক্তিকে নিয়ে এসেও একজন ৬৫ বছরের মহিলার সাথে লড়তে পারল না।”লাইভ শেষের সময় সম্ভাব্য জয়ের আবেগে আবেগ তাড়িত হয়ে দেবাংশু কেঁদে ফেলেছেন এবং বলেছেন, “আর বলবো না খেলা হবে। এবার তো খেলা হয়েছে।”














A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’