বঙ্গবাসীর পছন্দ মমতা ম্যাজিক, মসনদে বসেই বিনামূল্যে ভ্যাকসিনের ঘোষণা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া উচিত
করোনা বাড়বাড়ন্তে অতিষ্ঠ গোটা দেশ। এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে দেশে সংক্রমণ হার ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। শেষ ৯ দিনে দেশে প্রতিদিন প্রায় ৪ লাখের কাছাকাছি সংক্রমণ হয়েছে। ভয়াবহ পরিস্থিতির শিকার বাংলাও। এখানে বর্তমানে ২৪ ঘন্টায় আক্রান্ত হচ্ছেন ১৮ হাজারের কাছাকাছি মানুষ। তার মধ্যেই আজ ২ রা মে একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ভোট গণনা হয়েছে। সেই ভোট গণনায় হ্যাটট্রিক করে আবারো নবান্নে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ সোনার বাংলার স্বপ্ন ছেড়ে দিয়ে মমতা ম্যাজিককে বেশি ভরসা দেখিয়েছেন।
তৃণমূলের সামনে গেরুয়া শিবির আজকে রীতিমত মুখ থুবড়ে পড়ে। যেখানে কেন্দ্রীয় নেতারা বাংলা এসে বারংবার বিজেপি ২০০ আসন পাবে বলে গিয়েছিল সেখানে বিজেপির ভাগ্যে দুই অঙ্কের সংখ্যার গণ্ডি পেরোনোর হয়নি। এদিকে নন্দীগ্রাম আসন নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস ২৯৪ আসনের মধ্যে ২০০ এর বেশি আসন পেয়ে জিতছে। তবে নবান্নে তৃণমূল কংগ্রেস আসার আজ পেতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, “দেশবাসীকে ফ্রিতে ভ্যাকসিন দিতে হবে। কেন্দ্রের কাছে ফিরতে ভ্যাকসিন চাইবো। কেন্দ্রের উচিত সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন। আমি আমাদের রাজ্যে বিনামূল্যে ভ্যাকসিন। এমনকি তাই নয় যদি কোন সমস্যা হয় তাহলে কেন্দ্রের বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে গান্ধী মূর্তি পাদদেশে আন্দোলন করবো।”
প্রসঙ্গত উল্লেখ্য, করোনায় দৈনিক মৃত্যু প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে গোটা দেশজুড়ে। আজ রবিবার সাড়ে তিন হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। দেশের প্রতিনিয়ত সংক্রমণ হার ৪ লাখের গণ্ডি স্পর্শ করেছে। দেশের মতোই বেহাল অবস্থা বাংলাতে। তাই প্রতিদিন ১৮ হাজারের কাছাকাছি মানুষ করোনা সংক্রামিত হচ্ছে এবং গতকাল সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে মৃত্যু সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।