টেক বার্তা

১ লিটার তেলে চলবে ৭০ কিলোমিটার, দেশের সেরা ৩ সস্তা স্কুটারের তালিকা

এই স্কুটারগুলি সস্তা দামে প্রদান করতে চলেছে অধিক মাইলেজ, দেখে নিন তালিকা

Advertisement

করোনার এই পরিস্থিতিতে বাড়ি থেকে বাইরে যাওয়া একটি কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবু কিছু সময় বাড়ির বাইরে পা রাখতে বাধ্য হই আমরা। তবে সেই সময় মনে একটি ভয় কাজ করতেই থাকে। এমন অবস্থায় আমাদের প্রয়োজন হয় নিজের বাইক কিংবা গাড়ির। কিন্তু পেট্রোল ডিজেলের দাম তখনই মনে করিয়ে দেয় বর্তমান অবস্থার কথা। তবে এমন অবস্থায় বাজেট দামে বেশি মাইলেজের স্কুটার আপনার জন্য হতে পারে সবচেয়ে সঠিক বিকল্প। আজ এই প্রতিবেদনে আমরা এমন কিছু স্কুটার সম্পর্কে কথা বলতে চলেছি যার দাম কম এবং মাইলেজ অনেক বেশি। চলুন জানা যাক সেই সমস্ত স্কুটার সম্পর্কে,

TVS Scooty Zest

চেন্নাই এ স্থিত TVS মোটর কোম্পানির অন্যতম জনপ্রিয় স্কুটি Zest এই ক্ষেত্রে আপনার জন্য সঠিক বিকল্প হতে পারে। এই স্কুটিতে দেওয়া হয়েছে ১১০ cc এর ইঞ্জিন। যা ৭.৮১ PS পাওয়ার এবং ৮.৮ Nm টর্ক প্রদানে সক্ষম। এই ইঞ্জিনে দেওয়া হয়েছে ফিউল ইনজেকশন টেকনোলজি, যা গ্রাহককে অতিরিক্ত মাইলেজ প্রদানে সক্ষম। এই স্কুটার আপনাকে প্রদান করবে প্রতি লিটার তেলে ৫০-৫৫ কিমি মাইলেজ। চার রঙে উপলব্ধ এই স্কুটারের দাম কোম্পানির তরফ থেকে রাখা হয়েছে ৬১,৩৪৫ টাকা থেকে ৬৪,৯৮০ টাকার মাঝে।

TVS Scooty Pep Plus

তালিকার ২য় স্থানে যে স্কুটারের কথা না বললেই নয়, তা হল TVS Scooty Pep Plus। কোম্পানি এই স্কুটারকে লঞ্চ করেছিল ২০০৫ সালে। তখন থেকে আজ পর্যন্ত বহু পরিবর্তন এসেছে এই স্কুটারে। তবু TVS Scooty Pep Plus নিজের মাইলেজ ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। TVS এর এই স্কুটারে দেওয়া হয়েছে ৮৭.৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৫.৪ PS পাওয়ার এবং ৬.৫ Nm টর্ক প্রদানে সক্ষম। এই স্কুটার প্রতি লিটার তেলে ৬০ থেকে ৬৫ কিমি মাইলেজ প্রদান করে। ৭ রঙে উপলব্ধ এই স্কুটারের দাম কোম্পানির তরফ থেকে রাখা হয়েছে ৫৬,০০৯ টাকা থেকে ৫৮,৭৫৯ টাকা।

Hero Pleasure Plus

তালিকায় থাকা অন্যতম মাইলেজ প্রদানকারী স্কুটার হল Hero Pleasure Plus। এই স্কুটারে দেওয়া হয়েছে ১১০.৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বাধিক ৮.১ PS পাওয়ার এবং ৮.৭ Nm টর্ক জেনারেটে সক্ষম। এই স্কুটার গ্রাহককে প্রতি লিটার তেলে ৬৫-৭০ কিমি মাইলেজ প্রদান করে। কোম্পানি বর্তমানে স্কুটারটির দাম রেখেছে ৫৮,৯০০ টাকা থেকে ৬৪,১০০ টাকা।

Related Articles

Back to top button