Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

‘জাস্ট ১৫ মিনিট, কাগজ হ্যান্ডওভার করব’, কলাইকুন্ডায় বৈঠকে থাকবেন না, ঘোষণা মমতার

Advertisement

গতকাল নবান্ন সভাঘর থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তিনি আজ ঝড় কবলিত বিভিন্ন এলাকায় আকাশপথে পরিদর্শন করবেন এবং মাঝে কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটি সংক্ষিপ্ত বৈঠক করবেন। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকরের। কিন্তু আজ অর্থাৎ শুক্রবার বৈঠকের দিনের সকালে জানা গেছে সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই জল্পনা চলছিল হয়তো প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী।

এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন কলাইকুন্ডায় তিনি নরেন্দ্র মোদির সাথে বৈঠকে থাকছেন না। তিনি সাগরের প্রশাসনিক বৈঠকে নিজেই স্পষ্ট করে বলেন, “আমাকে কলাইকুন্ডায় যেতে হবে। যেতে প্রায় ৪৫ মিনিট সময় লাগবে। তারপর আমাদের একটা কাগজ হ্যান্ডওভার করতে হবে। তাই জাস্ট ১৫ মিনিটের জন্য আমাকে যেতে হবে। তবে প্রধানমন্ত্রীর রিভিউ মিটিং এ আমি থাকছি না। জাস্ট কাগজটা হ্যান্ডওভার করব। ওই কাগজে হিসাব আছে কোথায় কি ক্ষতি হয়েছে। এখন অব্দি আমাদের কাছে যা রিপোর্ট এসেছে তার ভিত্তিতেই ওই ক্ষতির খতিয়ানের কাগজ বানানো হয়েছে।”

আসলে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যশ বিপর্যয় সংক্রান্ত একটি সংক্ষিপ্ত বৈঠক ছিল। কিন্তু ঘটনার মোড় নেয় আজ সকালে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে যেই তালিকা প্রকাশ করা হয় তাতে দেখা যায় ওই বৈঠকে থাকছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তা দেখার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ জানিয়ে দেন শুভেন্দু থাকলে তিনি সেই বৈঠকে উপস্থিত থাকবেন না। সকালের কথামতই তিনি কাজ করছেন। তবে এবার বৈঠকে প্রধানমন্ত্রী যেহেতু আমন্ত্রণ জানিয়েছিলেন হয়তো তিনি মমতাকে অনুরোধ করবেন বৈঠকে থাকার জন্য। তবে তা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Related Articles

Back to top button