বীজপুর আসনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে এবারে একেবারে গোহারা হেরেছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তারপর থেকেই শুভ্রাংশু বিজেপির প্রতি কিছুটা হলেও খাপ্পা। শনিবার রাতে একটি পোস্ট করে তিনি জল্পনা আরো উস্কে দিয়েছেন। রাজনৈতিক মহলে জল্পনা, সোনালী গুহ, দিপেন্দু বিশ্বাসের পর কি এবার মোহভঙ্গ হলো মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের? তবে, এই পোস্ট নিয়ে এখনো পর্যন্ত কিছু বলতে চাননি রাজ্য বিজেপি নেতারা।
কি লেখা ছিল সেই পোস্টে? ফেসবুকে নিজের দেয়ালে তিনি একটি আপডেট পোস্ট করেছিলেন যেখানে তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, “জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করাটা একটু বেশি প্রয়োজন।” আর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। বিজেপি সরকারের বিরুদ্ধে কটাক্ষ এবং বিদ্রূপের একটা অদ্ভুত মিশেল তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত প্রশংসার সুরে আবদ্ধ করেছেন মুকুল পুত্র।
শুভ্রাংশু ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের কাছে এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনিতেই বিজপুর বিধানসভা আসনে এবারে তৃণমূলের কাছে হেরেছেন শুভ্রাংশু রায়। তার ওপর কিছুদিন আগে তার এবং স্ত্রীয়ের করোনা হয়েছিল বলে খবর। সেই সময় রাজ্য বিজেপির তরফ থেকে তাদের তেমন কিছু খোঁজখবর নেওয়া হয়নি। তার পাশাপাশি শুভ্রাংশু রায় এর অভিযোগ, এবারের বিধানসভা নির্বাচনে তার বাবা মুকুল রায়কে ঠিক ভাবে ব্যবহার করেনি ভারতীয় জনতা পার্টি। বাবা জিতলেও ছেলে কিন্তু হেরে গিয়েছে নির্বাচনে, তাই এই নিয়ে শুভ্রাংশু রায়ের মনে একটু ক্ষোভ তো আছেই।
তার পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একাধিক সংবাদ মাধ্যম বর্তমানে সোচ্চার হয়ে উঠেছে। তৃতীয়বারের জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছেন, তার পরেও তার নেতাকর্মীদের অদ্ভুতভাবে গ্রেফতার করতে শুরু করেছে সিবিআই। ফলে সিবিআইয়ের কাজকর্মের উপরে উঠতে শুরু করেছে প্রশ্নের আঙ্গুল।
আলাপন বন্দ্যোপাধ্যায়কে আচমকাই দিল্লিতে কাজ করতে যাবার নোটিশ ধরিয়েছে কেন্দ্রীয় কর্মীবর্গ কমিটি। সব মিলিয়ে, রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে বিজেপির অবস্থা এখন একটু টালমাটাল। তাই জন্যই কি সোনালী গুহদের মত তৃণমূলে আসার চেষ্টা করছেন শুভ্রাংশু? প্রসঙ্গত, শনিবার বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতির পদ ছেড়েছেন মুকুল রায় ঘনিষ্ঠ কাসেম আলী। আর সেই একই দিনে পোস্ট করেছেন শুভ্রাংশু রায়। ফলে রাজনৈতিক মহলের বর্তমানে ধারণা, বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে শুভ্রাংশু রায়ের।