Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শুরু হয়েছে দুয়ারে রেশন প্রয়োজন হবে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্কের! জেনে নিন কীভাবে করবেন?

By
Updated :  Monday, June 7, 2021 6:58 PM

গত মাসের ৩য় সপ্তাহে বাংলায় শুরু হয়েছে ‘দুয়ারে রেশন’ ব্যবস্থা। বাংলার খাদ্য দপ্তরের থেকে ২৮ টি দোকান এবং তার অন্তর্গত অঞ্চলে চাল গম গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র হতে জানানো হয়েছে রেশন ব্যবস্থাইয় স্বচ্ছতা রাখতে, দুয়ারে রেশন ব্যবস্থাতেও ‘পস’ মেশিন ব্যবহার করতে হবে। গ্রাহকদের চাহিদা মতো ছোট গাড়িতে করে রেশনের সব কিছু গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেবে রেশনের ডিলার।

তবে তার আগে পস মেশিনে গ্রাহককে আঙুলের ছাপ দিয়ে তার আধার নম্বর যাচাই করাতে হবে, এমনটাও জানানো হয়েছে কেন্দ্রে পক্ষ থেকে। এই ব্যবস্থার মাধ্যমে পরিস্কার হবে যে সঠিক মানুষের কাছে তার সঠিক খাদ্য পৌছাচ্ছে নাকি। তবে এই ক্ষেত্রে প্রয়োজন হবে Aadhaar কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক এর। এই মাস থেকেই রেশন ব্যবস্থার এই নিয়ম কার্যকর হতে চলেছে।

রাজ্য খাদ্য দপ্ত্রের সূত্র হতে জানা গিয়েছে যে, এখন যে সমস্ত গ্রাহক Aadhaar কার্ডের সাথে নিজের রেশন কার্ডের লিঙ্ক করাননি, তাদের আগস্টের মধ্যেই এই লিঙ্ক করে ফেলতে হবে। আগস্টের পরে রেশনের খাদ্য পেতে এই ব্যবস্থা জরুরী ব্যবস্থা পালন করবে বলেও জানা গিয়েছে সূত্র হতে। ৩১ এ মে খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে যদি পরিবারের একজনের আধার কার্ড নম্বর নথিভুক্ত থাকে তবে সব সমদ্যকেই খাদ্য সামগ্রী প্রদান করবে সরকার। চলুন জানা যাক কী করে লিঙ্ক করতে পারবেন রেশন কার্ডের সাথে নিজের আধার কার্ড-

এই জন্য প্রথমেই যেতে হবে নিজের রেশন কার্ড এবং Aadhaar কার্ড নিয়ে নিজের সংশ্লিষ্ট রেশন ডিলারের কাছে। রেশন দোকানে থাকবে ইলেকট্রিক পয়েন্ট অব সেলস নাম এক যন্ত্র। সেই যন্ত্রেই হবে সংযুক্তিকরণ। এই যন্ত্রে কেবল একজনের Aadhaar কার্ড এবং রেশন কার্ডের লিঙ্ক থাকলেই স্ক্রিনে ফুটে উঠবেন বাকি সদস্যদের নাম।