Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Daily Horoscope: আজ ১২ই জুন, জেনে নিন কোন রাশিতে কর্মফলে সাফল্য আসতে পারে

Updated :  Saturday, June 12, 2021 8:09 AM

আজ ১২ই জুন (২৮শে জ্যৈষ্ঠ) শনিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনি কোনো কাজে সাহসিকতার পরিচয় দিতে পারেন। কাজের জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে নিজের কাজ করুন। দিনটি বেশ ভালোই যাবে।

বৃষঃ আজ আপনার সন্তান-সন্ততিদের স্নেহ করুন। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সন্তানদের সাথে সব মিলিয়ে আজকের দিনটি বেশ সুখকর হবে।

মিথুনঃ আজ আপনার দিনটি বেশ শুভ। ব্যবসার কাজে বেশ উন্নতি হতে পারে। শেয়ার ব্যবসার কাজে উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি। টাকা পয়সা লাভ হতে পারে।

কর্কটঃ আজ আপনার অফিসের কাজে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার কাজে গলোযোগ হতে পারে। কোনো কাজে কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেননা।

সিংহঃ আজ আপনি বুঝে শুনে কাজ কর্ম করুন। কোনো জিনিস অপচয় হওয়ার সম্ভাবনা আছে৷ মাপ মাফিক কাজ করুন।

কন্যাঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। জীবনে শত্রুর সংখ্যা বাড়তে পারে। প্র‍তিদ্বন্দিতায় কোনো রকম ক্ষতি হতে পারে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন।

তুলাঃ আজ আপনি অনেক দিনের ঋণের থেকে মুক্তি পাবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। দেখে শুনে কাজ করুন। আজ আপনার দিনটি বেশ ভালোই কাটবে।

বৃশ্চিকঃ আজ আপনার দিনটি বেশ সুখকর। কাজের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়ে উন্নতি হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে।

ধনুঃ আজ আপনার বাড়ির কোনো সদস্যের সাথে কোনো কিছু নিয়ে সমস্যা হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

মকরঃ আজ আপনি কারোর কাছে প্রতারিত হতে পারেন। সম্মানহানি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। সবাইকে সহজে বিশ্বাস করবেননা। দেখে শুনে কাজ করুন। সাবধানে থাকুন।

কুম্ভঃ নতুন কর্মে সাফল্য আসতে পারে। অপরকে উৎসাহ প্রদানে জীবনে বাড়তি আনন্দের সম্ভাবনা। সব মিলিয়ে দিনটি ভালোই কাটবে।

মীনঃ আজ আপনি বেশ অস্থিরতায় ভুগতে পারেন। কোনো কারণে আজ চঞ্চলতা বেড়ে যাবে। মাথা ঠান্ডা ও মন শান্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।