Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নিখিলের কাছেই ফিরতে চাইছেন অন্তঃসত্ত্বা নুসরত? পোস্ট ঘিরে জল্পনা

Updated :  Monday, June 28, 2021 10:26 PM

যশ-নুসরতের প্রেমের সম্পর্ক এখন টলিপাড়ার অলিতে-গলিতে। এই প্রেমের বৈধতা কত তা নিয়েও প্রশ্ন উঠেছে অনেক দিন। নুসরতের হবু সন্তানের বাবা কে? এই আগত সন্তানের পিতৃত্ব নিয়েও প্রশ্ন আসছে। নিখিল এই বাচ্চার পিতৃত্ব অস্বীকার করেছেন অন্যদিকে কি নুসরতের সব দায়িত্ব মেনে নিতে তৈরি যশ? নানান প্রশ্ন নায়িকার ইনস্টাগ্রামের দেওয়ালে বারবার ঘোরাফেরা করছে। তবে শত বিতর্ক থেকে দূরে অভিনেত্রী নিজেকে স্বাধীনমতো থাকাই শ্রেয় মনে করেছেন।

রবিবার দূরে কোথাও একসঙ্গে একান্তে সময় কাটিয়েছেন নুসরত-যশ। তবে এবারেও একসাথে দুজনের ছবি পাওয়া গেলনা। নুসরতের সানগ্লাসের মধ্যে যশের প্রতিবিম্বই খুঁজে পেয়েছেন বহু নেটিজেনরা। অন্যদিকে নুসরত নিজের ছবি শেয়ারের কিছু সময়ের মধ্যে যশও নিজের একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন। শ্যাওলা রঙের হাতা কাটা টি-শার্ট পরে রয়েছেন যশ। কাঁধে তুলে নিয়েছেন সাইকেল। তাঁরও চোখ ঢাকা এক কালো চশমায়। আর এই সানগ্লাসেও এক ছায়া দেখা যায়। দুজনের ছবির ব্যাকগ্রাউন্ডে বাগান।

তবে এখনো এই জুটি চুপই রয়েছেন। সব সমালোচনা,কটাক্ষ মুখ বুজে মেনে নিয়েছেন হবু মা। তার মধ্যেই অনবরত দিয়ে চলেছেন নানান পসিটিভিটির বার্তা। রবিবার নুসরতের ইনস্টাগ্রাম নতুন পোস্টের পাশাপাশি সকলের নজর কাড়লেন অভিনেত্রীর নতুন ইনস্টাগ্রাম স্টোরিও। সেখানে নুসরতের নতুন বার্তা- ‘আমরা তখন এই তিন জিনিসের মাহাত্ম্য বুঝি যখন আমরা তাদের হারিয়ে ফেলি। সময়, মানুষ এবং সম্পর্ক হারিয়ে ফেলার আগেই এগুলির গুরুত্ব বোঝার বার্তা দিলেন। তবে এই কথা নিজে বলেননি। লাইফ কোচ  গুরু গোপাল দাসের এই বার্তা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন। তবে প্রশ্ন অভিনেত্রী কিসের বার্তা দিতে চাইলেন? তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে অনেকেই।

নিখিলের কাছেই ফিরতে চাইছেন অন্তঃসত্ত্বা নুসরত? পোস্ট ঘিরে জল্পনা

কেউ বলছেন, নিখিলকে হারিয়ে তাহলে কি অনুশোচনায় ভুগছেন অভিনেত্রী নুসরত? ফিরে পেতে চাইছেন নিজের ভুলে হারানো পুরোনো সম্পর্ককে? নাকি নতুন সম্পর্কের বন্ধনটি আরো মজবুত করতে চাইছেন। যকোনও পরিস্থিতিতেই পুরো সম্পর্কের ডোর আগলা করতে চান না নুসরত। এই প্রশ্নের উত্তর এখনো কিছু পাওয় যায়নি। অবশ্য এর উত্তর একমাত্র নুসরতই জানেন। কিছুদিন আগেই নুসরত নিখিলের সাথে নিজের বিয়ে পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন তাঁরা লিভ ইনে ছিলেন। তাঁদের কোনো আইনি বিয়ে হয়নি।

উল্লেখ্য, অন্তঃসত্ত্বা অবস্থাতেও হাজার কটুক্তি আর নোংরা মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নেননি। বরং একের পর পোস্ট করে চলেছেন নুসরত। বরং গর্বের সাথেই ফ্লন্ট করছেন নিজের বেবি বাম্পের ছবি। শুধু সোশ্যাল মিডিয়া নয়, বিজ্ঞাপনের শ্যুটিং এর কাজ থেকেও বিরত নেননি। গত সপ্তাহেই বেবি বাম্প নিয়ে এক নামী ব্র‍্যান্ডের বিজ্ঞাপনী শ্যুট সেরেছেন নুসরত।