সুরজিৎ দাস: ভারতীয় দুই বোলার দাঁড়িয়ে আছেন জোড়া বোলিনং রেকর্ডের সামনে। চলতি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সফরে আগামী ৩০ আগস্ট কিংস্টোনে ক্যারিবিয়ান ক্যালিপসোর মুখোমুখি হবে ভারতীয় ব্রিগেড তার আগে ইশান্ত কে তাতিয়ে দিচ্ছে রেকর্ডের হাতছানি। ইশান্ত এই টেস্টে ১ টি উইকেট নিতে পারলেই এশিয়ার বাইরে ভারতীয় ফাস্ট বোলার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন তিনি। বর্তমানে ১৫৫ উইকেটে কপিল দেবের সাথে এক জায়গায় দাঁড়িয়ে আছেন ইশান্ত তাই একটা উইকেট নিতে পারলেই কপিল কে টপকে ১ এ পৌঁছে যাবেন তিনি। যদিও এশিয়ার বাইরে সব থেকে বেশি উইকেট টেকিং বোলার হলেন অনিল কুম্বলে। অপরদিকে রবীচন্দ্রন অশ্বিন ও দাঁড়িয়ে আছেন আরেক রেকর্ডের সামনে কিংস্টোনে তিনি ৮ উইকেট পেলেই দ্রুত তম ৩৫০ উইকেটের মালিক হবেন এই স্পিনার বর্তমানে এই রেকর্ডের মালিক শ্রীলঙ্কান কিংবদন্তী ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন। যদিও অশ্বিন আদৌ টেস্ট এর প্রথম একাদশে ঢুকতে পারবেন নাকি সেই বিষয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে কারন প্রত্যেকটি বোলারই ফর্মে আছেন এবং গত ম্যাচে রবীন্দ্র জাদেজাও ভালো অলরাউন্ডিং পারর্ফমেন্স দেখিয়েছেন তাই তার জাদেজার বসার সম্ভবনা নেই বললেই চলে অপরদিকে ক্যাপ্টেন বিরাট ও উইনিং কম্বিনেশন ভাঙ্গতে চাইবেন না। তাই রেকর্ড গড়তে অশ্বিন কে এখনো অপেক্ষা করে থাকতেই হতে পারে।