শনিবার রাতে তুলকালাম কাণ্ড অভিনেত্রী ও তৃণমূল নেত্রী মুনমুন সেনের বাড়িতে। যার জেরে বালিগঞ্জের বিলাসবহুল আবাসনে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ভয় পেয়ে যান বাড়ির সকলে। জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎ করে বালিগঞ্জের সেই অভিজাত আবাসনে ফুড ডেলিভারি বয়ের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বচসা শুরু হয়। আবাসনে সাথে সাতগে চাঞ্চল্য ছড়ায়৷ ঘটনাচক্রে সেই আবাসনের বাসিন্দা অভিনেত্রী ভয়ে পেয়ে পুলিশকে বালিগঞ্জ থানাতে ফোন করেন
এই ঘটনায় অভিনেত্রীর অভিযোগ শুনে বালিগঞ্জ থানার পুলিশ ওই ডেলিভারি বয়-সহ ৪ জনকে গ্রেফতার করেন। শনিবার রাতের এই ঘটনার পর রবিবার আবাসনের পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতের দিকে আচমকা ওই আবাসনে ঢুকে পড়েন ডেলিভারি বয়। আবাসনের ঢোকার আগে তাঁকে আটকান এবং তল্লাশি করতে চান দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী। তারপরেই নিরাপত্তাকারীর সাথে তাঁর সঙ্গে বচসা বেঁধে যায়। এরপর সেই অভিযুক্ত কয়েকজনকে নিয়ে এসে সেই আবাসনে হাঙ্গামা শুরু করেন ওই ডেলিভারি বয়।
জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে নটার পর ঘটেছে ওই ঘটনা। যে ব্যক্তি প্রথমে মুনমুনের বাড়িতে প্রবেশ করেন তাঁর নাম বেদান্ত। সে একপ্রকার হুড়মুড়িয়ে ঢোকে। আর তারপরেই তাকে তাড়া করে আরও কিছু মানুষ ঢুকে পড়ে সেই বাড়িতে। এরপরেক শুরু হয় গোলমাল। উত্তেজিত ওই ব্যক্তি অভিনেত্রীর ঘরের সামনে যেতেই পরিচারিকার সঙ্গে ঝামেলা শুরু হয় তার।
তবে সেই ব্যক্তির গ্রেপ্তারের পর গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঠিক কী উদ্দেশ্যে ওই ব্যক্তি বাড়ির ভিতর, এমনকী অভিনেত্রীর ঘরের সামনে চলে গিয়েছিলেন তাই খুঁটিয়ে দেখা হচ্ছে। কেন এবং কি উদ্দেশ্যে তারা করেছিল, সেটাও নজর রাখা হচ্ছে। সবথেকে বড় প্রশ্ন কড়া নিরাপত্তা এরিয়ে কীভাবে ঘটেছে এমন কাণ্ড।