সুরজিৎ দাস: চলতি ভারতীয় এ দল ও দক্ষিন আফ্রিকা এ দলের একদিনের সিরিজে ভারত এদিন তৃতীয় একদিনের ম্যাচ জিতে ৩-০ ব্যবধানে দক্ষিন আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করে সিরিজ পকেটে পুরলো।সৌজন্যে সেই মনীশ পান্ডে এদিন তিরুবনন্তপুরমে প্রথমে ব্যাট করতে নেমে ২০৮ রানের টার্গেট দেয় দক্ষিন আফ্রিকা রান চেজ করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে ভারত ইশান কিষান ছাড়া টপ অর্ডারের কেউই বড়ো রান পান নি কিষান ৪০ রানে আউট হওয়ার পর দলের হাল ধরেন মণীশ ও শিবম জুটি।
এদিন দুর্দান্ত পার্টনারশিপে নির্ধারিত ওভারের অনেক আগেই ম্যাচ জিতে নেয় ভারতীয় এ দল। মণীশ এদিন ব্যাট হাতে সফল করলেন ৮৭ রানের ঝকঝকে ইনিংস অপরদিকে শিবম দুবে ৪৫ রানের সহযোগী ইনিংস খেলে দল কে জেতালেন। সব মিলিয়ে আরও একবার সুযোগ কে কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করলেন মণীশ পান্ডে এবং জাতীয় নির্বাচক দের কাছেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভারতীয় সিনিয়র দলে তার অন্তর্ভুক্তির বিষয়ে।