Yuvraj Singh: পুত্র সন্তানের বাবা হলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং

ক্রিকেট দুনিয়ার জন্য অন্যতম বড় খবর। মঙ্গলবার গভীর রাতে পুত্র সন্তানের বাবা হলেন ভারতীয় সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। যুবরাজ ও তার পত্নী হেজেল কিচের সংসারে এই নতুন অতিথির আগমনে স্বভাবতই…

Avatar

ক্রিকেট দুনিয়ার জন্য অন্যতম বড় খবর। মঙ্গলবার গভীর রাতে পুত্র সন্তানের বাবা হলেন ভারতীয় সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। যুবরাজ ও তার পত্নী হেজেল কিচের সংসারে এই নতুন অতিথির আগমনে স্বভাবতই খুশি ক্রিকেট মহলের সকলে। যুবরাজ সিংয়ের ফ্যান থেকে শুরু করে নেট দুনিয়ার সকল ক্রীড়াপ্রেমী সকলেই এই খবর জানার পরে অত্যন্ত খুশি। নিজের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে এই খুশির খবর সকলকে শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালের ১২ নভেম্বর বাগদান সেরেছিলেন ক্রিকেটার যুবরাজ সিং এবং হেজেল। সেই বছর বিবাহ না হলেও এক বছর পরে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। ২০১৬ সালের ৩০ নভেম্বর একটি বিলাসবহুল হোটেলে সাত পাকে বাঁধা পড়েন যুবরাজ সিং এবং হেজেল কিচ।

মঙ্গলবার গভীর রাতে যুবরাজ সিং টুইট করে লেখেন, ‘আমার সমস্ত ফ্যান, পরিবার ও বন্ধুদের সাথে এই খবর ভাগ করে নিতে পেরে খুবই আনন্দিত হচ্ছি যে, আমাদের ছেলে হয়েছে। ভগবানকে ধন্যবান জানাই, তিনি আমাদের এই বিশাল খুশি উপহার দিয়েছেন। আর আমাদের এই সদ্যজাত সন্তানকে পৃথিবীতে স্বাগত জানানোর জন্য আমরা সকলের থেকে ব্যক্তিগত গোপনীয়তা আশা করছি। হেজেল ও যুবরাজের পক্ষ থেকে সকলের জন্য অনেক অনেক ভালোবাসা।’

স্পষ্টতই, যুবরাজ সিং তার পুত্র সন্তানকে নিয়ে বেশ খুশি। তার টুইট সামনে আসার পরেই নেটিজেনরা তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। বিদেশের বহু খেলোয়াড় বন্ধুরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে যুবরাজ সিং একইসাথে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। অন্যান্য ক্রিকেটারদের মতোই তিনিও এখনো নিজের ছেলেকে প্রকাশ্যে আনতে চান না। সেই বার্তা তিনি পাপারাজ্জিদের সরাসরি দিয়েছেন। তবে যাই হোক, যুবরাজ সিংয়ের এই খুশির দিনে সকলেই যে অত্যন্ত আনন্দিত সেটা আর বলার অপেক্ষা রাখে না।