Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sudipta Chakraborty: সুদীপ্তাকে ‘টুম্পা সোনা’ কেন বললেন সৌরভ? গোপন খবর ফাঁস অভিনেত্রীর

Updated :  Wednesday, February 23, 2022 3:07 PM

গত সপ্তাহে শনিবারের এপিসোডে দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন সুদীপ্তা চক্রবর্তী। এদিন নিজের অভিনয় জীবন নিয়ে কথায় কথায় নানা তথ্য দিয়েছেন অভিনেত্রী। এদিন দাদাগিরির মঞ্চেই সকলের উপস্থিতিতে সুদীপ্তার ডাকনাম নিয়ে মজা করলেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী। এমনটা যে হতে পারে তা হয়তো নিজেও ভাবতে পারেননি অভিনেত্রী। এদিন সুদীপ্তা ছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ সাহা, দিয়া চক্রবর্তী, দোলন রায়, সুমন দে ও মিঠু চক্রবর্তী।

উল্লেখ্য, সুদীপ্তা চক্রবর্তীর ডাক নাম ‘টুম্পা’। আর সেই কথা সৌরভ গাঙ্গুলী হঠাৎ করেই বলেন দাদাগিরির মঞ্চে। আর দাদার মুখে এই কথা শোনা মাত্রই তিনি রীতিমত উত্তেজিতভাবে বলে উঠেছিলেন, এর পরের লাইনটা তিনি আমি শুনতে চান না। যা শুনে দাদার পাশাপাশি হেসে ফেলেন বাকিরাও। আর তিনি এও জানান ‘টুম্পা সোনা’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই তাকে অনেক কথাই শুনতে হয়েছে, তবে তা পুরোটাই মজার ছলে।

এদিন নিজের অভিনয় জীবন নিয়েও অনেক কথা বলেছেন তিনি। মঞ্চ দিয়েই তার অভিনয় জীবন শুরু হয়েছিল অনেক ছোটবেলাতেই। ক্লাস ওয়ানে পড়াকালীন মঞ্চে প্রথম অভিনয় করেছিলেন তিনি। ‘সংঘাত’ ছবির হাত ধরেই ক্যামেরার সামনে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেই অভিনয় করেছেন তিনি। ‘নাচনি’ তার অভিনীত প্রথম ধারাবাহিক। ‘বাড়িওয়ালি’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছেন সুদীপ্তা।

উল্লেখ্য অভিনেত্রীর বাবা বিপ্লব কেতান চক্রবর্তী একজন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ছিলেন। সুদীপ্ত অভিনীত অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত শর্ট ফিল্ম ‘সরস্বতী’ মুক্তি পেয়েছে এই সরস্বতী পূজোয়। এছাড়াও শোনা গিয়েছে, সুমন ঘোষের হিন্দি ছবি ‘বিরজু’র মুখ্য চরিত্রে শার্দূল ভরদ্বাজের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সুদীপ্তাকে।