টানা দুই ম্যাচ জিতে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ পকেটে ভরে নিয়েছে টিম ইন্ডিয়া। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মাঠে নামতে চলেছে ব্লু বাহিনী। তবে আজকের ম্যাচে ভারতীয় প্রথম একাদশে ঈশান কিশানের থাকা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। গত ম্যাচে রোহিত শর্মার সাথে ওপেন করতে নেমে মাথায় গুরুতর চোট পান ভারতীয় ২৫ বর্ষীয় ক্রিকেটার ঈশান কিশান। শ্রীলংকার বিরুদ্ধে বরাবরই ঈশান কিশান দুর্দান্ত পারফরম্যান্স করে থাকেন। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাথায় চোট পাওয়ার পর ইনিংস লম্বা করতে পারেননি তিনি।
১৮৪ রানের বিশাল লক্ষ্য নিয়ে মাঠে নেমে শ্রীলংকান পেস বোলার লাহিরু কুমারের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাটিতে বসে পড়েছিলেন ঈশান কিশান। তার পরে বেশিক্ষণ ব্যাটও করতে পারেননি। কুমারের বলেই মিড-অনে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতীয় ওপেনার ১৪ বলে ১৬ রান করে। ম্যাচ শেষে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কাংড়ার হাসপাতালেই আছেন। তাঁর কয়েকটি পরীক্ষাও করেছেন চিকিৎসকেরা। তাছাড়া তার মাথার সিটি স্কানও করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এমন অবস্থায় আজকের ম্যাচে ভারতীয় একাদশে ঈশান কিশান থাকবেন কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট করেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদি ঈশান কিশান আজকের ম্যাচে উপলব্ধ না থাকেন সেক্ষেত্রে ভারতীয় একাদশে সুযোগ পেতে পারেন আরো একজন তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়। গত ম্যাচে শ্রেয়াস আইয়ার এবং রবীন্দ্র জাদেজার বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ১৭ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৪ রান তুলে নেয় ভারত। ইতিমধ্যে ২-০ ব্যবধানে লঙ্কান বধ করেছে ইন্ডিয়া। আজ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে একাধিক পরিবর্তনসহ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে রোহিত বাহিনী।