Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হলেন ঋষভ পন্থ, জাদেজা-শ্রেয়াসের সাথে কেন অবিচার? প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের

Updated :  Tuesday, March 15, 2022 4:22 PM

সম্প্রতি শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে বাজিমাত করেছে টিম ইন্ডিয়া। সিরিজের শেষ ম্যাচ তথা পিংক বলের একমাত্র টেস্ট ম্যাচে ২৩৮ রানে লঙ্কান বাহিনীকে পরাজিত করেছে ভারত। আর এর সুবাদে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২৪ পয়েন্ট অর্জন করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক লাফে চতুর্থ স্থানে পৌঁছে গেছে ভারত। সিরিজ শেষে পুরষ্কার বিতরণীতে একাধিক প্রশ্নের মুখে পড়েছে নির্বাচকরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে আচমকাই “ম্যান অব দ্যা সিরিজ” নির্বাচিত করা হয়েছে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে। কেন রবীন্দ্র জাদেজা এবং শ্রেয়াস আইয়ারের সাথে অন্যায় করা হলো, এই প্রশ্নে উত্তপ্ত এখন সোশ্যাল মিডিয়া।

যেখানে ঋষভ পন্থের চেয়ে অধিক রান সংগ্রহ করেছেন রবীন্দ্র জাদেজা এবং শ্রেয়াস আইয়ার, সেখানে এদেরকে অবহেলা করে কোন মর্মে ঋষভ পন্থকে “ম্যান অফ দ্যা সিরিজ” নির্বাচিত করা হলো? শ্রীলংকার বিরুদ্ধে দুই টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ২০১ রানের পাশাপাশি বল হাতেও নিয়েছেন ১০ উইকেট। এরপরের অবস্থানে রয়েছেন শ্রেয়াস আইয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রেয়াস আইয়ার মোট ১৮৬ রান করেন। শ্রেয়াস আইয়ারের পরেই রয়েছেন ঋষভ পন্ত, যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে মোট ১৮৫ রান করেছিলেন।

তালিকায় প্রথম দুজনকে ছেড়ে কেন তৃতীয় জনকে সেরা নির্বাচিত করা হলো সেই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক বৈঠকে বলেন,”ধীরে ধীরে ঋষভ পন্থ নিজের খেলা উন্নত করছে। সংক্ষিপ্ত সময়ে বিধ্বংসী ইনিংস খেলার ক্ষমতা রয়েছে ওর। তাছাড়া উইকেটের পেছনে দাঁড়িয়ে দর্শনীয় কয়েকটি ক্যাচ এবং স্টাম্পিং করেছিলেন ঋষভ পন্থ। বিশেষ করে এই কন্ডিশনে তার কিছু ক্যাচ এবং স্টাম্পিং তার আত্মবিশ্বাসের পরিচয় দেয়।” আপনাদের জানিয়ে রাখি, শ্রীলংকার বিরুদ্ধে রবীন্দ্র জাদেজা নিজের ক্যারিয়ারের সবচেয়ে লম্বা ইনিংস খেলেছিলেন। তিনি প্রথম ম্যাচে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেন।