Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দুশ্চিন্তা দিল্লি শিবিরে, YO-YO টেস্টে ফেল করলেন পৃথ্বী শ

Updated :  Thursday, March 17, 2022 7:48 PM

আইপিএলের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র ৮ দিন। সর্বসাকুল্যে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি মরিয়া হয়ে নিজেদের সেরা একাদশ খুজতে ব্যস্ত। এমন সময় ন্যাশনাল ক্রিকেট একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটসম্যান পৃথ্বী শ ইয়ো-ইয়ো টেস্টে ফেল করেছেন। আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস টেস্টকে ইয়ো-ইয়ো টেস্ট বলা হয়। যেকোনো সিরিজে অংশগ্রহণ করার পূর্বে ভারতীয় ক্রিকেটারদের ইয়ো-ইয়ো টেস্টে অংশগ্রহণ করতে হয়। যেখানে ১৬.৫ নম্বর পেলে পাস করেন ক্রিকেটাররা।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান পৃথ্বী শ। তাই ক্রিকেটে ফেরার পূর্বে হার্দিক পান্ডিয়ার মত তাকেও ইয়ো-ইয়ো টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ন্যাশনাল ক্রিকেট একাডেমির ফিটনেস টেস্টে সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। তবে দিল্লির ক্রিকেটার পৃথ্বী শ সামান্য ব্যবধানে ইয়ো-ইয়ো টেস্টে ফেল করেছেন। এই টেস্টে তার অর্জিত পয়েন্ট ১৫.৫। তবে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে নামতে কোন অসুবিধা হবে না পৃথ্বী শ-এর। আন্তর্জাতিক টুর্নামেন্টের সময় ইয়ো-ইয়ো টেস্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও আইপিএলের ক্ষেত্রে এর গুরুত্ব ততটা বেশি নয়।

বিসিসিআইয়ের একটি সূত্রে জানানো হয়েছে, “এগুলি কেবল ফিটনেস আপডেট। স্পষ্টতই, এটি পৃথ্বীকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে বাধা দেবে না। এটি কেবল একটি ফিটনেস প্যারামিটার, সর্বোপরি নয় যে আইপিএল খেলতে গেলে থাকতেই হবে। টানা তিনটি রঞ্জি ম্যাচ খেলেছেন। আপনি একবার টানা তিনটি প্রথম-শ্রেণীর খেলা খেলে, ক্লান্তি আপনার ইয়ো-ইয়ো স্কোরকেও প্রভাবিত করতে পারে।” পৃথ্বী শ গত ৫ই মার্চ থেকে ১৪ঈ মার্চ পর্যন্ত ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ছিলেন। তিনি ছাড়াও অনেক ভারতীয় ক্রিকেটার এক সাথে সময় কাটিয়েছেন এনসিএ-এর ক্যাম্পে।