মেগা আইপিএলের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র কয়েকটি প্রহার। আগামী ২৬ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির সংযুক্তিকরণে মোট ১০ দলে আয়োজিত হতে চলেছে আইপিএলের মেগা আসর। গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়েন্টস নামে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির সংযুক্তিকরণ ঘটেছে আইপিএলে। যেখানে গুজরাটের নেতৃত্ব দেবেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব দেবেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল।
এদিকে আইপিএলের আসরে হতাশাজনকভাবে অবিক্রিত থেকেছেন মিস্টার আইপিএল সুরেশ রায়না। এদিকে প্রথমবারের মতো একজন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। যেখানে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিবিরের নতুন নেতা হয়েছেন সুরেশ রায়নার চির পরিচিত বন্ধু ফাফ ডু প্লেসিস। নিজে অবিক্রিত থাকার সত্বেও নিজের বন্ধুর পদোন্নতিতে শুভেচ্ছা জানাতে কোনো রকম ভুল করেননি সুরেশ রায়না। ফাফের এই পোস্টেই রায়না আরসিবি-র নেতৃত্বের জন্য শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভকামনা অধিনায়ক.. ভালো হোক বন্ধু!’ পাল্টা উত্তরে ফাফ লিখেছেন, ‘ভাই অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা তোমাকে।’
চেন্নাই সুপার কিংসে গত বার বেশ ভালো পারফরম্যান্স করেছিলেন ফাফ। তাই কোহলি পরবর্তী অধিনায়ক নিয়ে আলোচনায় উঠে এসেছিল তার নাম। কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব ছাড়ার ঘোষণার পর থেকেই নতুন অধিনায়ক নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এছাড়া কোহলির পরিবর্তে অধিনায়ক হিসেবে উঠে এসেছিল অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নামও। শেষ পর্যন্ত ডু’প্লেসিকেই নেতার মুকুট পড়ায় বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি দলটি। ৭ কোটিতে তাঁকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর শনিবার সরকারি ভাবে অধিনায়ক হিসেবে ডু’প্লেসির নাম ঘোষণা করে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।