গতকালকের ম্যাচ শেষে অনেকেই মনে করছেন ইনিংসের ১৯ তম ওভারে ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে বল করানো উচিত হয়নি শ্রেয়াস আইয়ারের। সেখানে আবার অনেকেই শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করেছেন। ১৯তম ওভারে বেঙ্কটেশ আয়ারকে আনা উচিত হয়নি কারণ তার আগে একটিও ওভার বল করেননি তিনি। ১৯তম ওভারে ১০ রান দেন বেঙ্কটেশ। শেষ ওভারের জন্য রেখে যান মাত্র ৭ রান।
তবে আপনাদের জানিয়ে রাখি, গতকাল ভেঙ্কটেশ আইয়ারের বলে অফসাইডে বল ঠেলে দিয়ে ১ রান চুরি করতে চেয়েছিলেন ব্যাঙ্গালোরের উইকেট রক্ষক দীনেশ কার্তিক। এমনকি দীনেশ কার্তিকের ডাকে সাড়া দিয়েছিলেন অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা হার্সেল প্যাটেলও। তবে শেষ মুহূর্তে বিপদ ঘটতে পারে বলে রান না নেওয়ার সিদ্ধান্ত নেন দীনেশ কার্তিক। অবশ্য ততক্ষণে হার্সেল প্যাটেলের জন্য অনেকটাই দেরি হয়ে যায়। ততক্ষণে তিনি দৌড়ে পৌঁছে গেছেন অন্যপ্রান্তে। দীনেশ কার্তিক আর হার্সেল প্যাটেল এক প্রান্তে দাঁড়িয়ে হিসাব সবচেয়ে সহজ রান আউট করতে পারেনি কলকাতা নাইটের ক্রিকেটাররা।
রান আউট না হওয়া সেই দীনেশ কার্তিক কলকাতার জন্য বিপদ ডেকে আনেন। ৭ বলে একটি চার এবং একটি ছক্কার সাহায্যে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ফলশ্রুতিতে ৪ বল হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্যাঙ্গালোর। এতকিছুর মধ্যেও নিজের সতীর্থদের নিয়ে গর্বিত নাইটদের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি ম্যাচ শেষে সংবাদমাধ্যমে বলেন, ম্যাচে পরাজয় হবে সে আমরা আগে থেকেই জানতাম। তবে আমাদের ক্রিকেটাররা যে দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছে তা ভবিষ্যতে বাকি ম্যাচ জয়ের ক্ষেত্রে আমাদের পথপ্রদর্শক হবে।