মাত্র ১০ হাজার টাকায় বাড়ি নিয়ে যান ১২৫ সিসির হিরো গ্ল্যামার
প্রায় ৭০ kmph মাইলেজ দেয় এই হিরো গ্ল্যামার বাইক
আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সেই নিরিখে ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডটি হল হিরো।
সাধ্যের মধ্যে বাইকের কথা মাথায় এলেই সকলের মনে ভেসে ওঠে একটাই ব্র্যান্ড, সেটি হল হিরো। এই কোম্পানির বাজেট মূল্যের হিরো গ্ল্যামার ভারতীয় গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। এই বাইকটি যেমন স্টাইলিশ দেখতে, ঠিক তেমন রয়েছে শক্তিশালী ইঞ্জিন। বাইকটিতে দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন আছে যা আকর্ষণ করে সকলকেই। পাশাপাশি এখনকার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হল মাইলেজ। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বাজারে বাজেট বাইক মানেই তাতে ভালো মাইলেজ অত্যন্ত জরুরী। আর সেই ক্ষেত্রে গ্রাহকদের একদম নিরাশ করেনি কোম্পানি।
ভারতীয় বাজারে হিরো গ্লামারের জনপ্রিয় কালো অ্যাকসেন্ট ভেরিয়েন্ট ৮২ হাজার ৭০০ টাকার অন রোড প্রাইসে পাওয়া যায়। তবে আপনি শুনলে অবাক হবেন যে কোম্পানির একটি বিশেষ অফার এর কারণে মাত্র কিছু টাকা ডাউনপেমেন্ট করেই আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন এই হিরো গ্ল্যামার বাইক। জানা গিয়েছে কোম্পানিকে ন্যূনতম আপনি ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে পারেন। তারপর প্রতিমাসে আপনাকে মাত্র ২২১৪ টাকা ইএমআই দিতে হবে। পুরো ইএমআই শোধ হতে সময় লাগবে ৩ বছর। প্রতিবছর আপনাকে ৯.৭ শতাংশ হারে সুদের চার্জ করা হবে।
এরপর আসা যাক, হিরো গ্লামার ব্ল্যাক অ্যাসেন্ট ভেরিয়েন্ট এর স্পেসিফিকেশন সম্বন্ধে। এই বাইকে একটি ১২৪.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা ১০.৭ ps পাওয়ার এবং ১০.৬ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে ৫ স্পিড গিয়ারবক্স আছে। এছাড়া বাইকটিতে সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকার ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ হলো এই বাইকের মাইলেজ। আপনি শুনলে অবাক হবেন ARAI দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী এই বাইক ৬৯.৪৯ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেয়।