টেস্ট ক্রিকেটে ঋষভ পন্থের উজ্জ্বল ভবিষ্যৎ তা কার্যত স্পষ্ট করে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বীরেন্দ্র শেওয়াগ বলেন,”এটা স্পষ্ট যে, ১০০ টেস্ট ম্যাচ খেলতে পারলে ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন ঋষভ পন্থ। আন্তর্জাতিক ক্রিকেটে খুব কম সংখ্যক ক্রিকেটার রয়েছেন যারা তাদের ক্যারিয়ারে শত টেস্ট ম্যাচ খেলতে পেরেছেন। ভারতীয় ক্রিকেটে এমন ক্রিকেটারের সংখ্যা মাত্র এগারো। যাদের নাম সবাই জানে এবং সবাই তাদেরকে সম্মান করে।”
তিনি আরও বলেন, ক্রিকেটের যতগুলি ফরমেট তৈরি হয়েছে তার মধ্যে টেস্ট ক্রিকেট সবচেয়ে উৎকৃষ্ট। যেখানে একজন ব্যাটসম্যানকে ধৈর্যের সাথে সাথে ফিটনেসের পরীক্ষা দিতে হয়। কাঙ্খিত পরিমাণ টেস্ট ম্যাচ খেলতে গেলে ঋষভ পন্থকে ফিটনেসের দিকে দৃষ্টি দিতে হবে। ভারতের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে দৃষ্টিনন্দন একাধিক ম্যাচ খেলেছেন তিনি। ভবিষ্যতে তার হাত ধরে টেস্ট ক্রিকেটে ভারতের পথ চলা আরও সুগম হতে পারে।”
আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত ৩০টি টেস্টে ১৯২০ রান করে ফেলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যেখানে ম্যাচ প্রতি গড়ে ৪০.৮৫ রান সংগ্রহ করেছেন তিনি। সঙ্গে রয়েছে ৪টি শতরান ও ৯টি অর্ধ শতরানের ইনিংস। যার মধ্যে তিনটি শতরান আবার বিদেশের মাটিতে করেছেন ২৪ বছরের এই তরুণ। এরমধ্যে ইংল্যান্ডের মাটিতে তার লম্বা ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় ইনিংস হিসেবে গণ্য হয়েছে। তাছাড়া আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।