Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

MS Dhoni: হাজার কিমি রাস্তা পাড়ি দিয়ে ধোনির সঙ্গে দেখা করলেন ভক্ত, ধোনির ব্যবহারে উত্তাল সোশ্যাল মিডিয়া

Updated :  Thursday, June 9, 2022 11:16 AM

ক্রিকেটের মাধ্যমে সংবাদ শিরোনামে আসার পর থেকে রীতিমতো আলোচনার শীর্ষে স্থান দখল করে রেখেছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুধুমাত্র ভারতেই নয়, সারাবিশ্বে মহেন্দ্র সিং ধোনির অগণিত ভক্ত লক্ষ্য করা যায়। এক কথায় বলা যেতে পারে, তিনি সারা বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি ক্রিকেটের ঊর্ধ্বে নিজেকে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছিলেন।

তাইতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পরেও আজও সমতলে সংবাদমাধ্যমের শীর্ষস্থান দখল করে রয়েছেন। মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট যাত্রাটি ছিল অত্যন্ত চিত্রাকর্ষক। একজন টিকিট কালেক্টর থেকে কর্মজীবন শুরু করে ভারতীয় ক্রিকেট দলের অধিপতি! রূপকথার গল্পের মতো সাজানো ছিল মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ার। পৃথিবীর একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি দ্বারা আয়োজিত প্রত্যেকটি শিরোপা ঘরে তুলেছেন তিনি। তাই অন্য ক্রিকেটারদের থেকে মহেন্দ্র সিং ধোনির ফ্যান ফলোইং বিস্তর।

কয়েকদিন আগে ঠিক তেমনই এক সমর্থকের কথা প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। মহেন্দ্র সিং ধোনির সাথে দেখা করার জন্য হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছেছিলেন ধোনির নিজের বাড়ি রাঁচিতে। তবে সেখানে গিয়ে ওই ভক্ত লক্ষ্য করেন, বাড়িতে নেই মহেন্দ্র সিং ধোনি। এরপর মহেন্দ্র সিং ধোনির বাড়ির সামনে অপেক্ষা করা শুরু করেন তরুণ ওই ক্রিকেটভক্ত। প্রতীক্ষার প্রহর যেন শেষ হতেই চায় না। অবশেষে মহেন্দ্র সিং ধোনির দেখা মিললেও তার ব্যবহারে হতবাক হয়েছেন ওই ক্রিকেটভক্ত।

দিন কয়েক পরে যখন মহেন্দ্র সিং ধোনি নিজের বাড়িতে ফেরেন তখন তিনি অপেক্ষারত ওই ভক্তের কথা জানতে পারেন। সাথে সাথে তিনি বেরিয়ে এসে ওই সমর্থকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপরের ঘটনা অবশ্য ভাবতে পারেননি কেউই। মহেন্দ্র সিং ধোনি ওই সমর্থককে নিজের বাড়িতে নিয়ে যান এবং তার জন্য খাবারের ব্যবস্থা করেন। একসাথে দীর্ঘক্ষন আলাপচারিতা হয় দুজনের। সম্প্রতি এই ঘটনা প্রকাশ্যে আসতেই মহেন্দ্র সিং ধোনির প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে তার সমর্থকদের।