এমনই আশ্চর্যজনক তথ্য প্রকাশিত হলো বিগত ৭ বছরে ভারতীয় ক্রিকেটের পরিসংখ্যানে। বিরাট কোহলিকে ছাড়াই ভারতীয় দলের সাফল্যের পরিমাণ প্রায় ১৭% বেশি! চলতি বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে উক্ত সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। বিরাট বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছেন, তবে এই সফরের আগেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
এমন পরিস্থিতিতে বিরাট কোহলির একটানা বিশ্রাম দেওয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে। প্রশ্ন উঠেছে বিরাট কোহলির বিগত দিনের পারফরমেন্স নিয়ে। যদিও বিরাট কোহলি ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান এবং অধিনায়ক। তবুও বিগত কয়েক বছর ধরে বিরাট কোহলির পারফরমেন্স রীতিমতো সন্ধিহান হয়ে পড়েছে। যার কারনে বিগত কয়েক বছর ধরে প্রতিনিয়ত কোহলিকে বিভিন্ন সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে বিরাট কোহলির গুরুত্ব দিনের পর দিন কমেছে। আপনাদের জানিয়ে রাখি, বিরাট কোহলিকে ২০১৫ সালে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক করা হয়েছিল, তাছাড়া ২০১৭ সালে তিনি তিনটি ফর্ম্যাটেই দলের অধিনায়ক হন। তিনি ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ভারতীয় দল মোট ৩১১টি ম্যাচ খেলেছে। এই ম্যাচের মধ্যে ৭৩টি ম্যাচে বিরাট কোহলি কে বিশ্রাম দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতের অধিনায়ক হওয়ার পর থেকে বিরাট কোহলি গত ৭ বছর ধরে টিম ইন্ডিয়ার হয়ে ৭৩টি ম্যাচ খেলেননি। অর্থাৎ তিনি প্রায় ২৩% ম্যাচে দলের অংশ ছিলেন না। তবে বিরাট কোহলি দলের অংশ না থাকা অবস্থায় ভারতীয় দলের পারফরমেন্সে আকস্মিক উন্নতি ঘটেছে। আপনাদের জানিয়ে রাখি, বিরাটকে ছাড়া টিম ইন্ডিয়া ৭৩টি ম্যাচের মধ্যে ৫৪টি ম্যাচ জিতেছে এবং মাত্র ১৫টি ম্যাচে হেরেছে। এই সময়ে, দলের জয়ের হার হয়েছে ৭৮%। তবে বিরাটের উপস্থিতিতে ২৩৯টি ম্যাচ খেলে মাত্র ১৪৬ ম্যাচ জিতেছে ভারতীয় দল। অর্থাৎ এই ম্যাচে দলের জয়ের হার হয়েছে ৬১%। অর্থাৎ বিরাটের অনুপস্থিতির কারণে দলের জয়ের হার ১৭% বৃদ্ধি পায়।