নতুন বাইক আনছে রয়েল এনফিল্ড, সস্তা দামের পাশাপাশি থাকবে অত্যাধুনিক কিছু স্পেসিফিকেশন
কিছুদিন আগেই রয়েল এনফিল্ড কোম্পানির তরফ থেকে হান্টার ৩৫০ কে মার্কেটে নিয়ে আসার ঘোষণা করা হয়েছিল
ভারতের নতুন বাইক নিয়ে আসতে চলেছে রয়াল এনফিল্ড। আগামী কয়েক মাসের মধ্যেই দেশে বেশ কয়েকটি নতুন বাইক আনার প্রস্তুতি নিয়েছে এই কোম্পানিটি। শোনা যাচ্ছে নেক্সট জেনারেশন বুলেট ৩৫০ লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। আর এই বাইকের জন্য ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেছেন ভারতের বাইক লাভাররা। এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় হেভি ডিউটি বাইক বুলেট। ওজনে যতই ভারী হোক না কেন, এই বাইকটির মোহে সকলেই আকৃষ্ট। তাই নতুন বুলেট বাইক যে নব প্রজন্মের মধ্যে আরো নতুন করে উন্মাদনা যোগাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছরের শুরুতেই এই বাইকটি দেশের রাস্তায় চলতে শুরু করবে। খুব শীঘ্রই এই বাইকের উৎপাদন শুরু হবে বলে জানা গিয়েছে কোম্পানি সূত্রে।
ইতিমধ্যেই এই বাইকের ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে। মডেল দেখে মনে হচ্ছে এই বাইকটি আগের থেকে অনেক বেশি গ্রাফিকাল আপডেট নিয়ে আসবে। এটি একটি নতুন কালার স্কিমের সঙ্গে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও এই বাইকে সরে যাবে কিকস্টার্ট। অর্থাৎ শুধুমাত্র অটোমেটিক স্টার্ট এর উপরেই আপনাকে ভরসা করতে হবে। এছাড়াও বাইকটিতে আরো অনেক নতুন পরিবর্তন আসবে।
তবে এর কিছুদিন আগে রয়েল এনফিল্ড কোম্পানির তরফ থেকে আরও একটি নতুন বাইকের ব্যাপারে জানানো হয়েছিল। সেই বাড়িটির নাম রয়েল এনফিল্ড হান্টার ৩৫০। আপাতত পাওয়া খবর অনুযায়ী এই বাইকটিতে আপনারা পেতে চলেছেন এটি ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ২০ বিএইচপি পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। এই বাইকে রয়েল এনফিল্ড মিটিওর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই বাইকটি রয়েল এনফিল্ড এর সব থেকে সস্তা এবং ছোট বাইক হতে চলেছে। হান্টার এর দাম মাত্র দেড় লক্ষ টাকা থেকে শুরু হবে বলে জানিয়েছে কোম্পানি।