Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আগামী মাসেই লঞ্চ হবে মারুতি সুজুকির নতুন Alto, দামও হবে অনেক কম

Updated :  Wednesday, July 27, 2022 2:15 PM

ভারতের বাজারে বাজেট মূল্যের গাড়ির কথা বললেই, প্রথমেই মারুতি সুজুকি কোম্পানির Alto এর নাম সামনে আসে। Alto 800 কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী ও জনপ্রিয় একটি গাড়ি। এই গাড়ির মূল ইউএসপি হল এর মাইলেজ। মোটামুটি যারা একটি বাজেট মূল্যের মধ্যে গাড়ি কিনতে চান তাঁদের কাছে বেস্ট অপশন এই মারুতি Alto 800 গাড়িটি। এটি এই মারুতি সুজুকি কোম্পানির সবচেয়ে সফল এবং সবচেয়ে বেশি বিক্রি হওয়া একটি গাড়ি। এর মধ্যেই কোম্পানি জানিয়েছে যে আগামী মাসের মধ্যে নতুন ভার্সন অল্টো লাঞ্চ করবে। নতুন গাড়ি লঞ্চের খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ।

মনে করা হচ্ছে মারুতি সুজুকি কোম্পানি কম দামেই ভারতীয় বাজারে ওই alto গাড়িটি লঞ্চ করতে চলেছে। নতুন গাড়িটির কিছু ফাঁস হওয়া ছবি ব্যাপক পছন্দ হয়েছে ভারতীয় গ্রাহকদের। মনে করা হচ্ছে, মারুতি তার গুরুগ্রাম প্লান্টে এই গাড়ির উৎপাদন শুরু করে দিয়েছে। এছাড়া নতুন গাড়িটি পুরনো অল্টোর তুলনায় লম্বা এবং চওড়ায় বেশি হতে পারে।

টিভিসি শুট চলাকালীন নতুন এই গাড়িটির বেশ কিছু ছবি সামনে এসেছে যেখান থেকে অল্টর পিছনের দিকটি দেখা গিয়েছে। প্রথমে দেখে গাড়িটিকে সেলেরিওর মত দেখাচ্ছে। গাড়িটির ব্যান্ডিং পিছনের বাম পাশে লেখা আছে। এছাড়া এই গাড়িতে স্টাইলিশ ব্যাকলাইটসহ ইন্ডিকেটর দেওয়া হয়েছে। আগামী মাসে এই গাড়ি লঞ্চ করলে নতুন অল্টোতে কি কি ফিচার থাকবে তা জানা যাবে।