ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট এই পাঁচটি গাড়ি, দারুন পারফরমেন্সের সাথে পাওয়া যায় দারুন মাইলেজ
ভারতে যদি আপনি নতুন গাড়ি কিনতে চান তাহলে পারফরমেন্সের পাশাপাশি নজর দেওয়া হয় মাইলেজের দিকেও
ভারতে যখন কেউ কোন একটি নতুন গাড়ি কিনতে চায় তখন সবার আগে নজর দেওয়া হয় গাড়ির পারফরম্যান্স, চেহারা এবং তার মাইলেজ এর উপর। এই মুহূর্তে ভারতে এমন বেশ কিছু গাড়ি রয়েছে যারা শুধুমাত্র পারফরম্যান্স এবং লুকের দিক থেকে নয়, ভালো মাইলেজের জন্যও অত্যন্ত পরিচিত। Maruti suzuki থেকে শুরু করে টাটা এবং Hyundai এর মত ব্র্যান্ডের বেশ কিছু গাড়ি শুধুমাত্র পারফরম্যান্সের ক্ষেত্রে নয়, মাইলেজের দিক থেকেও একেবারে এক নম্বর। এই খবরে আমরা আপনাকে দেশের সবথেকে শ্রেষ্ঠ মাইলেজের পাঁচটি গাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি।
মারুতি সুজুকি সেলেরিও
মাইলেজের দিক থেকে এই তালিকার সবথেকে উপরে রয়েছে মারুতি সুজুকি কোম্পানির সেলেরিও গাড়িটি। এটি হলো একটি অত্যন্ত ছোট হ্যাচব্যাক গাড়ি এবং এই গাড়িতে DuaJet K10, ৩ সিলিন্ডার ১.০ লিটার পেট্রোল ও সিএনজি ইঞ্জিন রয়েছে। এই গাড়িটি ৫৬ বিএইচপি পাওয়ার এবং ৮২ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। এই গাড়ি যদি আপনি পেট্রোলে চালান তাহলে ২৬.৬৮ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। অন্যদিকে যদি সিএনজিতে চালানো হয় তাহলে ৩৫.৬০ কিলোমিটার মাইলেজ দিতে পারে প্রতি কিলোগ্রামে। এই গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র ৬.৬৮ লক্ষ টাকা থেকে।
মারুতি সুজুকি ওয়াগন আর
Maruti suzuki ব্র্যান্ডের সর্বাধিক বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে দুই নম্বরে রয়েছে ওয়াগণ আর। এই গাড়িটি যদি সিএনজিতে চালানো হয় তাহলে প্রতি কিলোগ্রামে ৩৪.০৫ কিলোমিটার মাইলেজ দিতে পারে। যদি পেট্রোলে চালানো হয় তাহলে ২৫.১৯ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। এই গাড়ির সিএনজি অপশন এর দাম শুরু হচ্ছে মাত্র ৬.৪২ লক্ষ টাকা থেকে।
মারুতি সুজুকি অল্টো
বর্তমানে দেশের সবথেকে ছোট এবং সবথেকে সস্তা গাড়ি এটি। এই তালিকায় এই গাড়িটি রয়েছে তিন নম্বরে। সিএনজিতে ৩১.৫৯ কিলোমিটার প্রতি কিলোগ্রাম মাইলেজ দিতে পারে এই গাড়িটি এবং পেট্রোলে ২২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যায়। এই গাড়িটির দাম মাত্র ৫.০২ লক্ষ টাকা।
মারুতি সুজুকি ডিজায়ার
দেশের তৃতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি হল মারুতি সুজুকি ডিজায়ার। মাইলেজের দিক থেকে এই গাড়িটি এই মুহূর্তে রয়েছে চার নম্বরে। এটি একটি ৪ মিটার কম্প্যাক্ট সেডান গাড়ি যা ৩১.১২ কিলোমিটার প্রতি কিলোগ্রাম মাইলেজ দিতে পারে সিএনজির ক্ষেত্রে। এই গাড়ির সিএনজি ভেরিয়েন্ট এর দাম ৮.২২ লক্ষ টাকা থেকে শুরু।
হুন্ডাই গ্র্যান্ড আই ১০ নিওস
এই গাড়িটি সিএনজিতে ২৮ কিলোমিটার প্রতি কিলোগ্রাম মাইলেজ দিতে পারে এবং পেট্রোলে ২১ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। তবে হুন্ডাই কোম্পানির গাড়ি হবার কারণে এই গাড়ির দাম একটু বেশি। এই গাড়িতে আপনারা পাচ্ছেন ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে ১১৯৭ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৯৫.২ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এই গাড়িটির সিএনজি অপশনের দাম ৭.১৬ লক্ষ টাকা।