বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই নিয়ে যাওয়ার পর থেকে কার্যত উত্তাল গোটা রাজ্য রাজনীতি। তৃণমূল বিজেপি সংঘাত তুঙ্গে। অন্যদিকে অনুব্রত মণ্ডলের সম্পত্তির হদিশ পেতে কালঘাম ছুটছে সিবিআই কর্তাদের। বীরভূম জেলা তৃণমূল সভাপতি নামে কোথায় কত সম্পত্তি রয়েছে? খোঁজ নিচ্ছে তদন্তকারী অফিসারদের এক বিরাট দল। বিভিন্ন নথিপত্র ঘেঁটেও এখনও অব্দি অনুব্রত মণ্ডলের নামে বিপুল পরিমাণ সম্পত্তির কোনো অদিশ মিলছে না। তবে সিবিআই আধিকারিকদের মতে অনুব্রত মণ্ডলের বেশিরভাগ সম্পত্তি বেনামে রয়েছে। এবার এই তথ্যের প্রমাণ জোগাড় করতে হিমশিম খাচ্ছে তদন্তকারী সংস্থা।
সিবিআই আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে বোলপুরে অনুব্রত মণ্ডল যে বাড়িতে থাকেন সেটি তাঁর পৈতৃক ভিটে। তবে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন অনুব্রত মন্ডলের যদি কোনো টাকা নাই থেকে থাকে, তাহলে তাঁর স্ত্রীর চিকিৎসা খরচ কিভাবে তিনি জোগাড় করতেন? আসলে ২০২০ সালের জানুয়ারি মাসে অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মন্ডল ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্ত্রীর চিকিৎসার জন্য বিপুল অংকের টাকা খরচ করেছিলেন এই তৃণমূল নেতা। আর সেই সূত্র ধরেই তদন্তকারী সংস্থার আধিকারিকদের প্রশ্ন চিকিৎসার পিছনে এত টাকা এল কোথা থেকে?
আর চিকিৎসার সময় যদি কেউ সাহায্য করে থাকে তাহলে সে কে? অনুব্রত মন্ডলের সাথে তার সম্পর্ক কি? অনুব্রত মণ্ডল কি তাকে টাকা ফেরত দিয়েছে? সেই ব্যক্তির টাকার উৎস কি? এতসব প্রশ্ন নিয়ে এবার অনুব্রত মণ্ডলকে জেরা করবে তদন্তকারী আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। পরের দিন শুক্রবার দুপুরে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বিকেলে তাকে নিজাম প্যালেসে ফিরিয়ে আনা হয়।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement