Hyundai লঞ্চ করে দিল তাদের নতুন এসইউভি গাড়ি, বুকিং শুধু মাত্র ২১ হাজার টাকা থেকে
এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একাধিক অত্যাধুনিক ফিচার যা আপনার গাড়ি চালানো এক্সপেরিয়েন্স আরো ভালো করে তুলবে
অটোমোবাইল জগতে সবথেকে বড় কোম্পানিগুলির মধ্যে একটি হলো Hyundai। আগামী মঙ্গলবার এই কোম্পানিটি ভারতে নিজের ভেন্যু লাইনআপের পরবর্তী এসইউভি গাড়িটি লঞ্চ করতে চলেছে, এই কোম্পানিটি। সম্প্রতি এই লাইন আপের দামের ব্যাপারে একটি বড় ঘোষণা করে দিল Hyundai। যদিও এর আগেই hyundai তাদের নতুন গাড়ির প্রি বুকিং শুরু করে দিয়েছে। মাত্র ২১ হাজার টাকা টোকেন অ্যামাউন্ট দিয়ে আপনি এই গাড়িটি নিজের নামে বুক করে নিতে পারবেন। ড্রাইভিং এক্সপেরিয়েন্স আরো ভালো করার জন্য এই গাড়িতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু অটোমেটার সাসপেনশন সেটআপ এবং অত্যাধুনিক মানের এগজস্ট সিস্টেম। ভেনিউ লাইন আপটি সাধারণত অত্যাধুনিক স্পোর্টি লুক অ্যান্ড ফিল দেওয়ার জন্য অত্যন্ত জনপ্রিয়। তার সাথেই গ্রাহকরা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত ড্রাইভিং এক্সপেরিয়েন্স এবং তার সাথেই দুর্দান্ত সাসপেনশন এবং স্টিয়ারিং ইউনিট আছে এই গাড়িতে।
এছাড়াও এই এসইউভি গাড়িতে এলেক্সা এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর মত ফিচার রয়েছে। এখানে আপনারা ব্লু লিঙ্ক যুক্ত ৬০টি বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছেন। এই নতুন মডেলটিকে এই কোম্পানির নিয়মিত মডেলের থেকে অনেক বেশি স্পোর্টি দেখাবে এবং এই গাড়ির অভ্যন্তরের সমস্ত ডিজাইন সম্পূর্ণ কালো রঙে আসবে। এই নতুন গাড়িতে আপনারা এক লিটারের একটি টার্বো পেট্রোল ইঞ্জিন পাবেন যা সর্বোচ্চ ১২০bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে। এই গাড়িতে একটি ডি সিটি গিয়ারবক্স দেওয়া হবে। বাম্পারগুলিতে স্পোর্টি লাল অ্যাকসেন্ট আপনারা দেখতে পাবেন। এছাড়াও এই গাড়ির উপরের দিকে একটি লাল রঙের ডিজাইন থাকবে।
এই গাড়ির সামনের এবং পিছনের বাম্পার সাধারণ মডেল থেকে একটু আলাদা। এখানে নতুন ডিজাইনের চাকা এবং ডুয়াল টিপ অ্যাগজস্ট সিস্টেম থাকবে। এই মডেলের সামনের ফেন্ডারে এন-লাইন লেখা থাকবে। পাশাপাশি অভ্যন্তরীণ বিন্যাস এবং বৈশিষ্ট্য নিয়মিত মডেলের মতো হবে। এই গাড়িটিকে লাইন এন৬ এবং এন৮ ট্রিমের সাথে লঞ্চ করা হবে।
এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে যুক্ত একটি টাচস্ক্রীন ইনফোর্টেন্মেন্ট সিস্টেম। এছাড়াও ড্রাইভার সিট, কানেক্টেড কার টেক, বোস সাউন্ড সিস্টেম এবং এলইডি প্রজেক্টর সহ কর্নারিং হেড ল্যাম্প এর মত ফিচার আপনারা পেয়ে যাবেন। দামের কথা বললে নতুন এই গাড়ির দাম মোটামুটি সাধারণ মডেলের থেকে এক থেকে দেড় লক্ষ টাকা বেশি হবে।