গতকাল এশিয়া কাপ ২০২২-এর সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিল আফগানিস্তান। গতকালের ম্যাচ ছিল চলতি এশিয়া কাপে ভারতের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার ম্যাচ ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে রোমাঞ্চকর সেই ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে ফাইনালে উঠেছে পাকিস্তান। আর পাকিস্তানের জয়ের ফলে ভারত ও আফগানিস্তান উভয়েই এশিয়া কাপ ২০২২ থেকে ছিটকে গেছে।
শুধুমাত্র এশিয়া কাপ নয়, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বেশ উত্তেজনাপূর্ণ ম্যাচ বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে। তবে এশিয়া কাপের সুপার-৪ এর লড়াইয়ে সেই উত্তেজনা চরমে পৌঁছাতে দেখেছে ক্রিকেট বিশ্ব। গতকাল ম্যাচ চলাকালীন সময়ে দুই খেলোয়াড়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দুজনের মধ্যে বিষয়টি এতটাই খারাপ হয়ে যায় যে, আম্পায়ার ও অন্যান্য খেলোয়াড়দেরও হস্তক্ষেপ করতে হয়।
The actual video of shameful attitude by this unknown bowler of Afghanistan shoving gestures in the face of Asif Ali. Ungrateful gits! pic.twitter.com/OrFpiEipY3
— Wajahat Kazmi (@KazmiWajahat) September 7, 2022
ম্যাচে প্রথমে খেলতে নেমে ইব্রাহিম জাদরানের ৩৫ রানের সাহায্যে আফগানিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ১২৯ রান করে। ১৩০ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে আফগানিস্তানের বোলারদের বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে পাক বাহিনী। পাকিস্তানের ইনিংসের ১৮.৫ ওভারে আফগান পেস বোলার ফরিদ আহমেদ একটি বল পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলীর ব্যাটের শীর্ষ ভাগে লেগে শর্ট লাইন পায়ে দাঁড়িয়ে করিম জানাতের হাতে চলে যায় এবং আসিফ আউট হন। আর এর পর শুরু হয় কটু বাক্য বিনিময়।
আসিফ আউট হওয়ার পর, ফরিদ আসিফের খুব কাছে গিয়ে তাকে আউট করার জন্য অতি উদযাপন শুরু করেন। যা আসিফের মোটেও পছন্দ হয়নি এবং তিনি বোলারকে জোরে ধাক্কা দেন। কারণ তখনও জয়ের জন্য পাকিস্তানের সামনে ১২ রানের দরকার ছিল। অথচ হাতে ছিল একটি মাত্র উইকেট। আসিফের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে ফরিদও আসিফকে গালিগালাজ করেন। এরপর ব্যাটসম্যান আলী ফরিদের গায়ে ব্যাট দিয়ে আঘাত করার জন্য এগিয়ে যান। যদিও তৎক্ষণাৎ অন্য আফগান খেলোয়াড়রা হস্তক্ষেপ করে বিষয়টি শান্ত করেন। এই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে, যা ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে।
তবে এতকিছুর পরও আফগান বধ করে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ১৩০ রানের জবাবে শাদাব খানের ৩৬ ও ইফতিকার আহমেদের ৩০ রানে ১৯.২ ওভারে এক উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ম্যাচে ৯ উইকেট পতনের পর ১৯তম ওভারে পরপর দুই বলে দুই ছক্কা মেরে দলকে জয় এনে দেন পাক্ বোলার নাসিম শাহ।