খেলাক্রিকেট

Virat Kohli: সেঞ্চুরির খরা শেষ, অবশেষে ১০২০ দিন পর ব্যাট হাতে ইতিহাস লিখলেন কোহলি

কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের শেষ ম্যাচে ৬১ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন। লম্বা এই ইনিংসে ১২টি চার ও ৬টি ছক্কা মারেন রান মেশিন।

Advertisement

অবশেষে করা কাটলো বিরাট কোহলি ব্যাটে। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করলেন ভারতের সাবেক অধিনায়ক তথা রান মেশিন বিরাট কোহলি। তবে একদিনের ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেটে নয়, বরং নিজের ৭১ তম শতরানের ইনিংস খেলেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে। এশিয়া কাপ-২০২২ এর মেগা আসরে আফগানিস্তানের বিপক্ষে তিনি ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন। জানলে অবাক হবেন, কোহলির ব্যাট থেকে ১০২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি এলো। আপনাদের জানিয়ে রাখি, শেষবার তিনি ২২শে নভেম্বর, ২০১৯-এ বাংলাদেশের বিপক্ষে পিঙ্ক বল টেস্ট ম্যাচে শেষ সেঞ্চুরি করেন। সেই সঙ্গে শেষ ৬০ ইনিংস শেষে এটাই কোহলির প্রথম সেঞ্চুরি!

চলমানরত এশিয়া কাপের মেগা আসর থেকে অনেক আগেই ছিটকে গেছে টিম ইন্ডিয়া। সুপার-৪ এ পাকিস্তান এবং শ্রীলংকার কাছে পরাজিত হয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছানো দুঃস্বপ্নে পরিণত হয়েছিল ভারতের। তবে চলতি এশিয়া কাপে ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি এই যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে চেনা ভঙ্গিমায় ফিরেছেন বিরাট কোহলি। এদিন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে স্ট্যান্ড-ইন অধিনায়ক কেএল রাহুলের সাথে ওপেনিং করেন কোহলি। ২০২১ সালের মার্চের পর এই প্রথম টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে দেখা গেছে কোহলিকে। তবে রাহুলের সাথে ওপেনিং করতে নেমে চির চেনা ছন্দে ফের বিরাট কোহলিকে প্রত্যক্ষ করল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

এদিন তিনি রাহুলের সাথে ওপেনিং করতে নেমে ১১৯ রানের পার্টনারশিপ তৈরি করেন। যেখানে তিনি ৪০ বলে ৬২ রান করেন। মধ্যভাগে সূর্য কুমার যাদব বিরাট কোহলির সঙ্গ দিতে না পারলেও ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন তিনি। খেলার ১৯তম ওভারে ফরিদ আহমেদের বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট। ওই ওভারে ফজলহক ফারুকীর বলে দুটি ছক্কা ও একটি চার মেরে ভারতকে ২০০ রানের গন্ডি পার করেন তিনি। শেষ পর্যন্ত কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের শেষ ম্যাচে ৬১ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন। লম্বা এই ইনিংসে ১২টি চার ও ৬টি ছক্কা মারেন রান মেশিন।

Related Articles

Back to top button