দুটি নতুন বাইক লঞ্চ করে দিল TVS, ফিচার শুনলে আপনি চমকে যাবেন
এই নতুন বাইক আপনারা পাচ্ছেন বেশ কিছু নতুন রাইডিং মোড এবং নতুন কালার অপশন
চুপিসারে অনেকের অজান্তেই টিভিএস বাইক কোম্পানিটি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন দুটি Apache সিরিজের বাইক Apache 160 ও Apache 180। এই দুটি বাইকে আপনারা পাচ্ছেন বেশ কিছু নতুন কালার অপশন, তার পাশাপাশি থাকছে নতুন কিছু মোড এবং ভেরিয়েন্ট। মূলত এই বাইকে আপনারা পাঁচটি কালার অপশন পেয়ে যাচ্ছেন যার মধ্যে রয়েছে পারল হোয়াইট, টি গ্রে, গ্লস ব্ল্যাক, রেসিং রেড এবং ম্যাট ব্লু। নতুন ২০২২ টিভিএস Apache 160 মডেলে আপনি তিনটি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। এগুলি স্মার্টএক্সনেক্ট এর সাথে ডিস্ক, রাইড মোডের সাথে ডিস্ক, এবং রাইড মোডের সাথে ড্রাম ব্রেক অপশন। এই সমস্ত বাইকের দাম যথাক্রমে – ১,২৪,৫৯০ টাকা, ১,২১,২৯০ টাকা ও ১,১৭,৭৯০ টাকা। অন্যদিকে, ২০২২ এর TVS APACHE 180 মডেলের সাথে আপনারা রাইড মোড পাচ্ছেন এবং পাচ্ছেন SmartXonnect সিঙ্গেল ডিস্ক ব্রেক ভেরিয়েট। এই বাইকের মডেলের দাম ১,৩০,৫৯০ টাকা।
টিভিএস কোম্পানির এই দুটি বাইকের ওজন আগে থেকে কিছুটা হলেও হালকা করা হয়েছে। নতুন Apache RTR 160 এর ওজন ২ কিলোর কম। অন্যদিকে, RTR 180 বাইকের ওজন এক কিলো কম করা হয়েছে। এছাড়াও এই নতুন মডেলে আপনারা পাচ্ছেন টার্ন বাই টার্ন নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি এবং TVS কোম্পানির নতুন কালেক্টিভিটি ফিচার SMARTXCONNECT। এই বাইকে আপনারা তিনটি রাইডিং মোড পাচ্ছেন। এগুলির নাম যথাক্রমে – রেন, আরবান ও স্পোর্ট।
ডিজাইনে কিছুটা বদল করা হলেও নতুন টিভিএস Apache 160 ও 180 ভাইকে আপনারা পাচ্ছেন নতুন এলইডি হেডল্যাম্প এবং টেলল্যাম্প সিস্টেম। এর সাথেই নতুন সিগনেচার থ্রিডি এলিমেন্ট দেওয়া হয়েছে। এই দুটি মডেল সেগমেন্ট ফার্স্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের সাথে আসছে। ব্লুটুথ কানেক্টিভিটি এবং Smartxonnect টেকনোলজি এর সাথে অল ডিজিটাল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যাচ্ছে এখানে। এছাড়াও টার্ন বাই টার্ন নেভিগেশন, গিয়ার পজিশন ইন্ডিকেটর, গিয়ার শিফট অ্যাসিস্ট, রেস টেলোমেট্রি , ল্যাপ টাইমার মোড, ক্লাস্টার ইনটেনসিটি কন্ট্রোল এবং ক্র্যাশ অ্যালার্ট সিস্টেম আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে।