Asia Cup 2022: ফাইনালে শ্রীলংকার কাছে পাকিস্তান হারতেই উৎসব পালন করলেন আফগানরা, রইল ভিডিও

গতকাল এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার বিরুদ্ধে নাটকীয় ভাবে পরাজয় ঘটেছে পাকিস্তানের। যেখানে ২০২২ এশিয়া কাপে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছিল পাকিস্তান তথা ভারতকে, সেখানে দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে খুব সহজে…

Avatar

গতকাল এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার বিরুদ্ধে নাটকীয় ভাবে পরাজয় ঘটেছে পাকিস্তানের। যেখানে ২০২২ এশিয়া কাপে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছিল পাকিস্তান তথা ভারতকে, সেখানে দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে খুব সহজে পরাজিত করে ষষ্ঠবারের জন্য সোনার মুকুট পরিধান করলো শ্রীলংকা। তবে এশিয়া কাপে শুরুটা মোটেও ভালো করতে পারেনি লঙ্কান বাহিনী। গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরেছিল শ্রীলংকা। সেখান থেকে লঙ্কানদের এশিয়া কাপের ফাইনাল জয় প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের।

গতকাল পাকিস্তানে বিরুদ্ধে শ্রীলংকার হার না মানা লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তারকা বিহীন দল নিয়ে একবার নয়, বরং এশিয়া কাপের মেগা আসরে পাকিস্তানকে দুবার পরাজিত করেছে শ্রীলংকা। শুধু পরাজয় নয়, একরকম লজ্জা জনক ভাবে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে হাসারাঙ্গার তরুণ দল। গতকাল পাকিস্তানে বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলংকার জয়ের সাথে সাথে উৎসব পালিত হয়েছে আফগানিস্তানে। খেলা শেষ হতেই আফগান ক্রিকেটপ্রেমীরা রাস্তায় নেমে শ্রীলংকার উদ্দেশ্যে জয়ের ধ্বনী দিতে থাকেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট পড়ায়।

আফগানদের উল্লাসের ভিডিও টুইট করেন শ্রীলঙ্কায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত এম আশরাফ হায়দরি। তিনি টুইট করে লেখেন, ‘বিশ্বজুড়ে আফগানরা শ্রীলঙ্কার দুর্দান্ত জয় উদযাপন করছে। এটি শুধুমাত্র একটি দৃশ্য। অসহিষ্ণুতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং বৈচিত্র্য, গণতন্ত্র এবং বহুত্ববাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট খেলা। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক।’

এদিকে পাকিস্তানের পরাজয়ের সাথে সাথে শ্রীলংকার পাশাপাশি আফগানিস্তান তথা ভারতীয় ক্রিকেটপ্রেমীরা উল্লাসে ফেটে পড়েছেন। সর্ব মাধ্যম থেকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেওয়া হয়েছে ক্রিকেট শ্রীলঙ্কাকে। ক্রিকেটপ্রেমিরা মনে করছেন, শ্রীলংকার এই দুঃসময়ে এশিয়া কাপ জয় দেশটিতে বিশেষ প্রভাব ফেলবে। তাছাড়া শ্রীলঙ্কান ক্রিকেট প্রায় শেষ হওয়া থেকে আবার মাথা তুলে দাঁড়াবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।