Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: নিরহুয়া এবং আম্রপালি দুবের রোম্যান্সে আতঙ্ক, লাখ লাখ ভক্তদের ঘুম কেড়েছে এই ভিডিও, দেখুন

Updated :  Thursday, September 15, 2022 11:51 AM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে।

আসলে এখনকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। এরমধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়। ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা পালন করে। বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হয়। এক একটি ভিডিওতে ভিউ এবং লাইকের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

ভোজপুরি ইন্ডাস্ট্রির নীরাহুয়া ও আম্ভ্রপালি দুবে এক জনপ্রিয় নাম। সম্প্রতি আবার একটি ভোজপুরি গানের জন্য ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন নীরাহুয়া ও আম্ভ্রপালি দুবে। ‘মুকাদ্দার কা সিকান্দার’ ছবির ‘মন কে পাসন্দ’ গানটি আবারও ইন্টারনেট দুনিয়াতে নতুন করে ভাইরাল হচ্ছে। এই ভাইরাল মিউজিক ভিডিওতে আম্রপালি দুবে লাস্যময়ী ভঙ্গিতে একটি লাল রঙের শাড়ি পরে রাতের ঘুম কেড়ে নিয়েছেন লাখ লাখ নেট নাগরিকদের। প্রথমে এই গানটিতে আম্রপালি হঠাৎ নিরহুয়াকে চুম্বন করেন যাতে অভিনেতা রীতিমতো হতবাক হয়ে যান। এরপরে, নিরহুয়া এবং আম্রপালি দুবে রাতের অন্ধকারে একে অপরের সাথে নাচ এবং রোমান্স করেন।

এই মিউজিক ভিডিওর গান করেছেন হানি বি এবং মোহন রাঠোর। এই গানের কথা লিখেছেন আজাদ সিং। গানটির সুর দিয়েছেন ভিল ডি গ্রুপ। আপনি শুনলে অবাক হবেন যে এই মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই ১৬ লাখের বেশি মানুষ দেখেছেন। সিংহভাগ মানুষ ভিডিওতে লাইক এবং কমেন্ট করেছেন। অনেকে আবার ভিডিওটিকে শেয়ারও করেছেন।