Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

MS Dhoni: আইপিএল থেকে অবসর নিচ্ছেন ধোনি? এই তারিখে বড় ঘোষণা করতে যাচ্ছেন মাহি

Updated :  Sunday, September 25, 2022 5:45 PM

ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও ক্রিকেট প্রেমীদের মাঝে আজও উজ্জীবিত। সর্বদা তিনি তার কর্মকান্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচিত হন। আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনি পৃথিবীর একমাত্র অধিনায়ক যিনি তার অধিনায়কত্বে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার অধীনে আয়োজিত প্রতিটি আসরে শিরোপা জিতেছেন। ২০২০ সালে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পরেও নিয়মিত চেন্নাই সুপার কিংসের জার্সিতে ভারতীয় প্রিমিয়ার লিগে বিস্ফোরক ব্যাটিং করে চলেছেন। তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসের সর্বাধিক বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে এবং চারবার শিরোপা ঘরে তুলেছে। তবে সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির একটি পোস্ট নিয়ে জল্পনা উঠেছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই আইপিএল কেও বিদায় জানাতে পারেন তিনি।

মহেন্দ্র সিং ধোনি এদিন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন,”আমি আপনার সাথে একটি খবর শেয়ার করব। ২৫ সেপ্টেম্বর দুপুর ২টায় লাইভে এসে এই তথ্য দেব। আশা করি আপনারা সবাই থাকবেন।” মাহির এমন পোস্টে সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। ক্রিকেট প্রেমীরা মনে করছেন, ৪১ বছর বয়স্ক মহেন্দ্র সিং ধোনি হয়তো এবার আইপিএল থেকে অবসর ঘোষণা করার জন্য এমন পরিকল্পনা গ্রহণ করেছেন।

আসলে মহেন্দ্র সিং ধোনি তার সিদ্ধান্তগুলি সর্বদা শান্ত মস্তিষ্কে নিয়ে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময়ও তিনি নীরবতার মধ্য দিয়ে জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এবারও হয়তো হঠাৎই আইপিএলকে বিদায় জানাতে পারেন ভারতের কিংবদন্তি অধিনায়ক, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।