Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রোজভ্যালি কাণ্ডে শুভ্রা কুন্ডুর নামে জারি লুকআউট নোটিস, বিমানবন্দরে গেলেই বাজেয়াপ্ত হবে পাসপোর্ট

Updated :  Friday, November 29, 2019 2:00 PM

কলকাতা : রোজভ্যালি কাণ্ডে এবার রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডুর নামে লুকআউট নোটিস জারি করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি।

তিন বার নোটিস পাঠিয়ে, ফ্ল্যাটে হানা দিয়েও খোঁজ না মেলার পর অবশেষে শুভ্রা কুন্ডুর নামে লুকআউট নোটিস ইডির। যাতে কলকাতা ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে না পারেন তার জন্য বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রেও তার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। বিমানবন্দরে গেলেই বাজেয়াপ্ত হবে তার পাসপোর্ট।

গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, রোজভ্যালির গয়না বিপণি অদ্রিজা জুয়েলারির কর্ত্রী ছিলেন শুভ্রা কুন্ডু। সেই অদ্রিজা জুয়েলারির শোরুমে হানা দিয়েই কয়েক কোটি টাকার গরমিল পায় ইডি।

তারপরেই শুভ্রা কুন্ডুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। কিন্তু তিনি না আসলে জিজ্ঞাসাবাদের জন্য ইডির একটি দল তার সাউথ সিটির আবাসনে অভিযান চালায়। সেখানেও শুভ্রা কুন্ডুকে পাওয়া যায়নি। তারপরই আজকে তার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করলো ইডি।