প্রথম সাতটা ম্যাচে একটাতেও জয় আসেনি এসসি ইস্টবেঙ্গলের (Eastbengal)। ঝুলিতে রয়েছে মাত্র তিন পয়েন্ট। তবে লাল-হলুদ ব্রিগেডের কোচ রবি ফাওলারের চিন্তা এবার হয়ত কিছুটা হলেও কমবে। কারণ, বছরের প্রথম দিনেই এসসি ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তিপত্রে সই করলেন দলের নয়া স্ট্রাইকার ব্রাইট এনবাখর। আজ ক্লাবের পক্ষ থেকে একটি টুইট করে তাঁকে স্বাগত জানানো হয়েছে।
২০১৫ সাল থেকে উলভারহ্যাম্পটনে খেলছেন ব্রাইট। এই দলের হয়ে এখনও পর্যন্ত তিনি ৪১টি ম্যাচ খেলে ফেলেছেন। তবে এই ব্রিটিশ ক্লাবের হয়ে একটি মাত্র গোল করেছেন তিনি। এই পরিসংখ্যান দেখে ইস্টবেঙ্গল সমর্থকদের ভেঙে পড়ার মতো কিছু হয়নি। ইতিমধ্যে তিনি আবার লোনে কোভেন্ট্রি সিটিতে গিয়েও খেলেছেন। সেখানে ১৮টি ম্যাচে তিনি ছ’টি গোল করেছেন। পাশাপাশি ২২ বছর বয়সি এই স্ট্রাইকার দেশের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দুটো ম্যাচও খেলেছেন। এছাড়া তিনি স্কটিশ ক্লাব কিলমারনকে এবং উইগান অ্যাথলেটিকেও কিছু সময় খেলেছেন।
"I am happy to be part of SC East Bengal. It is the biggest club in India and offers me a fresh challenge."
Welcome aboard, Bright Enobakhare! 🤩#ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal #TheFutureIsBright pic.twitter.com/loVS5Xy7T7
— East Bengal FC (@eastbengal_fc) January 1, 2021
আজ দলের চুক্তিপত্রে সই করার পর এই নয়া নাইজেরিয়ান স্ট্রাইকার বললেন, ‘এসসি ইস্টবেঙ্গল দলে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। এটা ভারতের সবথেকে বড় ক্লাব। আর এটাই আমাকে একটা নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে।’
ব্রাইট এনোবাখর ইতিপূর্বে তিনি নাইজেরিয়ার যুব দল ও প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে খেলেছেন। ব্রাইট দলে এলে লাল-হলুদের চলতি ISL ভবিষ্যত যে আরও উজ্জ্বল হবে, তা নিয়ে কোনও সন্দেহই নেই।
আগামী রবিবার কলকাতার দুই প্রধান ফুটবল দলই আইএসএল যুদ্ধে নামতে চলেছে। বিকেল পাঁচটা থেকে ওড়িশার বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল এবং সন্ধে সাড়ে সাতটা থেকে নর্থ ইস্ট ইউনাউটেডের বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান। কোন দল এবার যুদ্ধ জয়ের হাসি হাসবে, সেটার জন্য আপাতত অপেক্ষা করতেই হবে।