হুগলি: রাজ্যে বিধানসভা নির্বাচনের (State Assembly Election) দিনক্ষণ এবং নাম ঘোষণার আগেই এক বিজেপি (BJP) প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার (Poster) পড়ল হুগলি (Hoogly) জেলার চন্দননগরে (Chandan Nagar)। যা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক সমালচনা। বুধবার (Wednesday) চন্দননগর স্টেশন চত্বরে দীপাঞ্জন গুহকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করে ভোট দেওয়ার আবেদন জানইয়ে (Janai) পোস্টার দেখা যায়।
ওই পোস্টারে লেখা হয়েছে, ‘চন্দননগর বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী দীপাঞ্জন গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। জয়শ্রী রাম। সৌজন্যে, আমরা দাদার অনুগামী’। এদিকে দীপাঞ্জান গুহ দাবি করেছেন তিনি এই বিষয় কিছুই জানেন না। তিনি বলেন, “প্রার্থীর নাম এ ভাবে ঘোষণা করে না বিজেপি। আমাদের দল শৃঙ্খলাপরায়ণ। যা কিছু হয় সব শীর্ষ নেতৃত্বই ঠিক করেন।” দাদার অনুগামী প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আমরা ভারতমাতার অনুগামী।”
এই বিষয় তৃণমূল-ই বদনাম করতে এমন করেছে বলে দাবি করছেন দীপক। যদিও তৃণমূল এই অভিযোগকে অস্বীকার করেছে। তৃনমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, “এ সব তৃণমূল করে না। বিজেপির অনেক নেতা, নতুন আর পুরনোদের মধ্যে দ্বন্দ্ব চলছে। কে টিকিট পাবে তা নিয়েও দ্বন্দ্ব শুরু হয়েছে।” এটা বিজেপি-র গোষ্ঠীদন্দ্বেরই ফল বলে দাবি দিলীপের।