কেন্দ্রের আইন মন্ত্রক নতুন নিয়ম চালু করল জনসাধারণের জন্য। এবার আধার কার্ডের সঙ্গে করাতে হবে ভোটার কার্ডের লিংক। মানুষের ব্যক্তিগত তথ্য যাতে চুরি না হয় তার জন্য কেন্দ্র আনল এই নতুন আইন। তবে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিংকের জন্য কয়েকটি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রের আইন মন্ত্রক। তবে আধার নম্বর না জানলেও ভোটার তালিকা থেকে নাম বাদ পরবে না। এই আধার লিংকের মাধ্যমে অবৈধ ভোটারদের চিহ্নত কারা সম্ভব হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন : আগামী মাসে বাজারে আসতে চলেছে সবচেয়ে কমদামী আইফোন
ইতোমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিংক করানোর ক্ষেত্রে। আধার ইকোসিস্টেমের মধ্যে ইলেকটোরাল রোল ডেটাবেস কোনওভাবেই প্রবেশ করবে না। গত বছর নির্বাচন কমিশন কেন্দ্রের আইন মন্ত্রকের কাছে যে সংশোধনী প্রস্তাব করে সেই সংশোধনী কার্যকর হলে নির্বাচনীর আধিকারিকগন ভোটার তালিকায় নতুন নাম তোলা বা ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাদের আধার নম্বর চাইতে পারেন।