টেক বার্তা

৩১ ডিসেম্বরের মধ্যে আধার-প্যান সংযুক্ত না করা হলে কী হবে, বিশেষজ্ঞরা যা বলছেন

Advertisement

প্যান কার্ডের সাথে আধার লিংক করার সময়সীমা বাড়ানো হলো। ৩০ শে সেপ্টেম্বরের বদলে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত করা যাবে প্যান কার্ডের সাথে আধার লিংক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০১৯ এর মধ্যে প্যান কার্ডের সাথে আধার লিংক করা বাধ্যতামূলক। আয়কর দপ্তরের আইন অনুসারে, আপনি যদি এই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক না করেন তাহলে, আপনার প্যানকার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে।

২০১৯ এর কেন্দ্রীয় বাজেটের সময় প্যানকার্ডকে আধার কার্ডের সাথে সংযুক্ত না করার ফলে কি হতে পারে সেগুলো সংশোধন করেছিল কেন্দ্রীয় সরকার। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, যে সমস্ত ব্যক্তিদের প্যান কার্ড আছে তারা আধার নম্বর পাওয়ার যোগ্য, এবং এই দুটিকে লিংক করা বাধ্যতামূলক। আয়কর রিটার্ন ফাইল করার সময় আধার নম্বরটি উদ্ধৃত করাও বাধ্যতামূলক বলে জানানো হয়েছিল অর্থমন্ত্রকের তরফে।

আরও পড়ুন : জিওর পর এবার বিএসএনএল নিয়ে এলো ‘হ্যাপি নিউ ইয়ার’ প্ল্যান

সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট এডভাইজার জিতেন্দ্র সোলঙ্কির মতে, ‘যদি প্যানকার্ড আধারের সাথে লিংক না করা হয়, তবে প্যান কার্ড ৩১ ডিসেম্বর, ২০১৯ এর পর অকার্যকর হয়ে যেতে পারে। তখন আপনি নিজের আয়কর রিটার্নও ফাইল করতে পারবেন না। ইনভেস্টমেন্ট এবং ট্যাক্স বিশেষজ্ঞ বলবন্ত জৈনের মতে, ‘আপনি যদি নিজের প্যান কার্ডের সাথে আধার নম্বরটি লিংক না করেন তবে আপনার প্যানটি নিষ্ক্রিয় হয়ে যাবে যার অর্থ আপনি ৩১ ডিসেম্বরের পরে এটি ব্যবহার করতে পারবেন না।’

আধার লিংক না করলে বন্ধ হয়ে যাওয়া প্যান কার্ডটিকে কীভাবে আবার সক্রিয় করা যাবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও গাইডলাইন বা নির্দেশনা দেওয়া হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, ৩১ শে ডিসেম্বরের পরে প্যান কার্ডের সাথে আধার নম্বর লিংক করলে প্যানকার্ডটি আবার সক্রিয় হয়ে যাবে।

Related Articles

Back to top button