ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এক মিনিটে হবে আধার আপডেট, সমস্ত সরকারি কাজ হবে বাড়ির কাছেই, শুরু হচ্ছে এই বিশেষ মেলা

ভারত সরকার এই মুহূর্তে ঝাড়খণ্ডের পালামৌ জেলায় এই কাজ করছে

Advertisement

সরকারি কাজ কর্ম এবারে হবে একেবারে বাড়ির কাছ থেকেই। আধার কার্ড আপডেট থেকে শুরু করে সমস্ত সরকারি নথির কাজ এক মিনিটেই হয়ে যাবে, আর তাও আবার বাড়ি থেকে কিছু দূরে গিয়েই। এছাড়াও করা যাবে পোস্ট অফিসের অমিমাংসিত সমস্ত কাজ। জেনে নিন কিভাবে এই কাজ করবেন আপনি খুব সহজে। আপনাদের জানিয়ে রাখি, আগামী ২২শে সেপ্টেম্বর ঝাড়খণ্ডের পালামু জেলার হুসেনাবাদ শহরে অবস্থিত বকশী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ডাক মেলার আয়োজন করা হবে। এই প্রোগ্রামে, বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা তৈরি করা হবে। এই বিশেষ সচেতনতা মূলক অনুষ্ঠানের উদ্বোধন করবেন ডাক বিভাগের সিনিয়র আধিকারিক ডাক সুপার প্রেমজিৎ কুমার। আপনাকে জানিয়ে রাখি যে, ডাক বিভাগের নির্দেশেই এই ডাক মেলার আয়োজন করা হচ্ছে। জাপলা মেইন পোস্ট অফিসের ইনচার্জ ডেপুটি পোস্টমাস্টার বিক্রম কুমার বলছেন, ডাক বিভাগের প্রকল্পের সুবিধা এবং আধার আপডেট সহ অন্যান্য সুবিধা প্রদানের জন্য ডাক মেলার আয়োজন করা হচ্ছে।

এই ডাক মেলায় সুকন্যা সমৃদ্ধি, ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, আধার আপডেট, অ্যাকাউন্ট আপডেট, কমন সার্ভিস সেন্টার ইত্যাদির স্টল স্থাপন করা হবে। এইসব কাজের জন্য ১২ থেকে ১৫টি স্টল স্থাপন করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, ডাক বিভাগের অনেক উপকারী প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করা হবে। এছাড়াও, সমস্ত ধরণের অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যার অন-স্টপ সমাধান করা হবে।

এই নথিপত্রগুলি সঙ্গে রাখতে হবে

অ্যাকাউন্ট আপডেট করার জন্য, গ্রাহকদের তাদের পাসবুক আনতে হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা পেতে, মেয়ের জন্ম শংসাপত্র বা মেয়ে সন্তানের আধার কার্ড, বাবা-মায়ের আধার কার্ড, বাবা-মায়ের দুটি ছবি আনতে হবে। এছাড়া আধার কার্ডের সমস্যা দূর করতে সেই ব্যক্তিকে আসতে হবে এই সেন্টারে।

Related Articles

Back to top button