বাংলায় ২১ এ হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেটাকে পাখির চোখ করেই ঠাসা কর্মসূচি নিয়ে সোমবার পাহাড়ে পা রাখলেন সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এই দিন বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান সাংসদ। সেখান থেকে যান উত্তরকন্যায়। সেখানে টানা ৪ ঘণ্টা তিনি দলীয় নেতা কর্মীদের সাথে বৈঠক করেন। সেখানে ছিলে মন্ত্রী গৌতম দেব, জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার, জেলা যুব তৃণমূল সভাপতি কুন্তল রায়(Kuntal Roy)- সহ বহু নেতা।
তৃণমূল সূত্রে খবর, উত্তরকন্যায় এইদিন বৈঠকে অভিষেক তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছেন যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে একজনও বঞ্চিত না হন। এই বিষয়ে সকলকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এইদিন বৈঠকে ছিলেন দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ির শাসক শিবিরের নেতারা। তাদের অভিষেক বলেছেন যে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে হবে রাজ্য সরকারের সুবিধাগুলি। সরকারি কর্মীরা যদি তা করতে না পারেন, তবে দায়িত্ব নিতে হবে দলের সমস্ত কর্মীদের। অভিষেক এইদিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে প্রচারে দলের হাতিয়ার হবে শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ড।
সোমবার তথা গতকাল চারদিনের সফরে উত্তরবঙ্গ রয়েছে অভিষেকের বেশ কিছু কর্মসূচি। মঙ্গলবার তথা আজ যাবেন আলিপুরদুয়ারে। রয়েছে একটি দলীয় অনুষ্ঠান এবং একটি বৈঠক। বুধবার তথা আগামীকাল জলপাইগুড়িতে যাওয়ার কথা শাসক শিবিরের সাংসদের। সেখানে রুদ্ধদ্বার বৈঠক করতে চলেছেন অভিষেক। পরের দিন বৃহস্পতিবার, ৭ ই জানুয়ারি দক্ষিণ দিনাজপুরে যাবেন তৃণমূলের সাংসদ। সেখানে গঙ্গারামপুর স্টেডিয়াম মাঠে তার জনসভা রয়েছে। ৮ ই জানুয়ারি শুক্রবার ফের শিলিগুড়ির উত্তরকন্যায় সাংগঠনিক বৈঠক সেরে শহরে ফিরবেন অভিষেক।
প্রসঙ্গত উল্লেখ্য, এর ই মাঝে বাংলা সফরে এসে উত্তরবঙ্গ থেকে ঘুরে গিয়েছ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ( Amit Shah), বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা( J P Nadda)। কোচবিহারে জনসভা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই বার সেই রেশ ধরে রেখে উত্তর বাংলা সফরে গেলেন অভিষেক।