Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কলকাতায় স্বামীজি নেতাজির মূর্তি হবে না কেন? কেন্দ্রকে প্রশ্ন অভিষেকের

Updated :  Tuesday, January 12, 2021 8:23 PM

সভার শুরুতে বলেছিলেন রাজনীতির কথা তিনি বলবেন না, কিন্তু তবুও ঘুরেফিরে রাজনীতি কিন্তু চলে এল। অন্য রাজনৈতিক মিছিল এর সঙ্গে স্বতঃস্ফূর্ততার তুলনা হোক কিংবা ধর্মীয় বিভাজন এর কথা, বিজেপিকে তুলনা করতে ছাড়লেন না ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিবেকানন্দ ভক্তি নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন,” গুজরাটে ৩৫০০ কোটি টাকা খরচ করে সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরি করা হয়েছিল। তাহলে, কলকাতার বুকে ৩ হাজার কোটি টাকা খরচ করে নেতাজি মূর্তি কেন তৈরি করা হবে না? বিবেকানন্দের মূর্তি কেন তৈরি করা হবে না? এই প্রশ্নের উত্তর জানতে চাইছে মানুষ।”

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তৃণমূলের পদযাত্রা ছিল দক্ষিণ কলকাতায়। হাজরা থেকে এই পথসভায় একের পর এক আক্রমণ চালিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অবশ্যই তার নিশানায় ছিলেন প্রধান বিরোধী দল বিজেপি নেতারা। তৃণমূল সাংসদ প্রথমেই বলেছেন,” একাধিক নোটিসে মিছিল করেছি। মানুষের বিশ্বাস, উচ্চাশা এবং আকাঙ্ক্ষাকে তুলনা করলে অন্য রাজনৈতিক দলের মিছিল ১০-০ গোলে হেরে যাবে। ২০১৪ সালে স্বামীজি কে সামনে রেখে তারা প্রচার চালিয়েছিলেন। তারপর তারা বেলুড় মঠ কে ন্যূনতম সম্মানটুকু দেননি। অন্যদিকে গুজরাটে ৩,৫০০ কোটি টাকা খরচ করে তৈরি করলেন সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি। আমরা এখানে কোন প্রতিবাদ করিনি। কিন্তু কলকাতার বুকে ৩ হাজার কোটি টাকা খরচ করে স্বামীজি এবং নেতাজির মূর্তি হবে না এটা কি রকম কথা?”

নারীর ক্ষমতায়নে স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনটাই দাবি করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের বক্তব্য,” স্বামীজীর দীক্ষা এবং শিক্ষা নিয়ে মানবসেবার কাজ করছেন মমতা ব্যানার্জি। নারীর ক্ষমতায়নের কথা বলে গিয়েছিলেন স্বামীজি। আর সেই ক্ষমতায়ন এর কাজ করছেন মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের মাধ্যমে। বাড়ি গৃহকর্ত্রীর হাতে হাতে তুলে দিচ্ছেন স্বাস্থ্য সাথী কার্ড।” অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব বিল নিয়ে স্বামীজীর প্রসঙ্গ তুলেছেন। তার কথায়,”স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন ৩-৪টি ধর্মের লোককে নাগরিকত্ব দেবে। স্বামী বিবেকানন্দের নাম মুখে আনার অধিকার নেই ওদের। সর্বধর্ম সমন্বয়ের কথা বলতেন স্বামীজি। বর্তমান শাসকদল সাম্প্রদায়িকতার একটি স্বরূপ মাত্র।” এদিন সভা থেকেও বিজেপিকে বহিরাগত দল বলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে যাই হোক না কেন, অভিযোগ এবং পাল্টা অভিযোগের পালায় এদিন সরগরম রইল স্বামীজীর জন্মবার্ষিকী।