এবার শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই অভিষেকের বিরুদ্ধে তোলাবাজ ভাইপো তকমা লাগিয়েছেন শুভেন্দু অধিকারী। এবারে সেই তকমা সম্পূর্ণরূপে ধুয়ে মুছে ফেলতে চাইলেন অভিষেক। গরু পাচার, কয়লা পাচারসহ সমস্ত অভিযোগের জবাব দিলেন এদিন সভা মঞ্চ থেকে।
ডায়মন্ড হারবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, যদি সাহস থাকে তাহলে আমার নাম নিয়ে বলুন। আমিতো সোজাসুজি নাম নিয়ে বলেছি, দিলীপ ঘোষ গুন্ডা, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। তাহলে তোলাবাজ ভাইপো বলছেন কাকে? এতদিন বেরিয়ে নাম নিয়ে তো বলতে পারলেন। এবার আপনি বলুন আসল তোলাবাজ কে, কে নারদা আর সারদার টাকা নিয়েছে।
কাঁথির সভা থেকে বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী তোলাবাজ ভাইপো বলে অভিষেককে আক্রমণ করেছিলেন নাম না করে। এবার সেই আক্রমণের উত্তর দিলেন তৃণমূলের যুবরাজ অভিষেক। এছাড়াও তিনি বললেন, অমিত শাহ তো আপনার দাদা, তাহলে সেই হিসাবমতে ভাইপো কে দাঁড়াচ্ছে?
শুধুমাত্র এই সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়া নয়, ডায়মন্ড হারবারের সভা থেকে তিনি বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন বিজেপির বিরুদ্ধে। অভিষেকে দিন গরু পাচার নিয়ে কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে। অভিষেক বললেন, গরু পাচার কোথা দিয়ে হয়? সীমান্ত দিয়ে। সীমান্ত রক্ষা করার দায়িত্ব কাদের হাতে থাকে? বিএসএফ। আর এই বিএসএফের ওপরে কে বসে থাকেন ক্ষমতায়? কেন্দ্রীয় সরকার। স্পষ্টভাবে বলতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে তোলাবাজ কে দাঁড়ালো? বিজেপির বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।
এরপর ভোটের আগে তোলাবাজ ভাইপো তকমা নিয়ে বারবার বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করেছেন তিনি। তবে এদিন সভা থেকে মনে হয়েছে, তোলাবাজ ভাইপো তকমা শুনে তিনি নিদারুণ কষ্টে ভুগছেন। এই কারণেই তিনি বিজেপির বিরুদ্ধে বারবার এই মন্তব্য আওড়ে যাচ্ছেন বলে মতামত রাজনৈতিক মহলের।