Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মা হওয়ার পর শুটিং সেটে ফিরলেন কোয়েল মল্লিক, দেখুন কী বললেন অভিনেত্রী

Updated :  Tuesday, September 29, 2020 9:06 AM

মাতৃত্ব, কোয়ারেন্টাইন, লকডাউন সব মিলিয়ে কোয়েল মল্লিক লাইট-ক্যামেরা- অ্যাকশন থেকে অনেক ক্রোশ দূরে ছিলেন। এখন তিনি ৫ মাসের পুত্র সন্তানের মা ও কোভিড-মুক্ত। সদ্য জুম্বা প্র্যাকটিসের একটি ভিডিও অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই কোয়েলের অনুরাগীরা খুশি এবং তাঁরা আন্দাজ করে ফেলেছিলেন যে কোয়েল হয়তো কাম ব্যাক করবেন।

 

View this post on Instagram

 

In between shoot…calling to check on my other self at home…? #WorkingMamma ?

A post shared by Koel Mallick (@yourkoel) on

যেই ভাবা সেই কাজ। কোয়েল মল্লিক আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি হতে চলেছেন। গর্জাস লাল সালোয়ারে সেজেছেন অভিনেত্রী। পুরনো দুনিয়ায় ফেরার অভিজ্ঞতা ভাগ করতে পেরে কোয়েল জানান, ‘‘কত দিন পর আবার শুটিং করছি। গত বছর পুজোয় ছবি মুক্তির পর অনেক দিনের অবসর ছিল। শুটের মধ্যে ছোট্ট একটা ব্রেক পেয়েছি। এই সুযোগে সবার সঙ্গে আমার আনন্দ ভাগ করে নিলাম।’’

 

View this post on Instagram

 

About last night…?? #shooting #superexcited #fun

A post shared by Koel Mallick (@yourkoel) on

গত বছর অভিনেত্রী শেষ কাজ করেছিলেন, তখন পুজোর সময় মুক্তি পেয়েছিল ‘মিতিন মাসি’।এরপরেই সন্তানসম্ভবা হন কোয়েল।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel) on

এবারে জুম্বা করে ফিটনেস আগের জায়গায় এনে টলি পাড়ায় পা রাখেন। উল্লেখ্য, ২৮ অক্টোবর কোয়েল ভার্চুয়াল উদ্বোধক হিসেবে থাকবেন উত্তর আমেরিকার শিকাগো শহরের ‘ছবিঘর’ স্বেচ্ছ্বাসেবী আয়োজিত বাংলা চলচ্চিত্র উৎসবের।