হলুদ ড্রেসে সুপার হট বঙ্গ তনয়া মুনমুন, ববিতা জির সৌন্দর্য এবং স্টাইল দেখে পাগল ভক্তরা

একাধিক বঙ্গ তনয়া হিন্দি, ভোজপুরি ইন্ডাস্ট্রিতে গিয়ে পায়ের তলার মাটি শক্ত করেছে। অনেকেই বাংলা ছেড়ে বাইরে থেকে কেরিয়ার বানিয়েছেন, সেরকমই একজন হলেন মুনমুন দত্ত (Munmun Dutta)। পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মেয়ে মুম্বাইয়ে…

Avatar

একাধিক বঙ্গ তনয়া হিন্দি, ভোজপুরি ইন্ডাস্ট্রিতে গিয়ে পায়ের তলার মাটি শক্ত করেছে। অনেকেই বাংলা ছেড়ে বাইরে থেকে কেরিয়ার বানিয়েছেন, সেরকমই একজন হলেন মুনমুন দত্ত (Munmun Dutta)। পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মেয়ে মুম্বাইয়ে থেকে এতটাই গ্ল্যামারাস হয়ে উঠেছেন যে তার ফ্যান ফলোয়িং দিনদিন বেড়েই চলেছে।

মুম্বাইয়ে থাকলেই যে ফ্যান ফলোয়িং বাড়বে এমনটা নয়, যদি কেউ উল্লেখযোগ্য কোনো কাজ করে তাহলেই সে লাইম লাইটে আসে। তেমনই, ‘তারক মেহতা কা উল্টা চশমা’ কমেডি ধারাবাহিকে ববিতার চরিত্র করে মুনমুন এখন অত্যন্ত পরিচিত অভিনেত্রী।

ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলেও সাংবাদিকতায় আসেন মুনমুন। ইংরেজি নিয়ে পড়াশুনো করেই মুম্বাই পাড়ি দেন। ২০০৪ সাল থেকে অভিনয় শুরু করেছিলেন মুনমুন। কমল হাসনের সঙ্গে ‘মুম্বই এক্সপ্রেস’ নামের একটি ছবিতে প্রথম কাজ করেন। কিন্তু, জনপ্রিয়তার শিখরে পৌঁছান ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে ববিতার চরিত্রে অভিনয় করে। ধারাবাহিকে তিনি যেমন জনপ্রিয় তেমনই সোশ্যাল মিডিয়াতেও। তাঁর ফ্যান ফলোয়িং সংখ্যা কম নয়, তিনি ছবি পোস্ট করলেই ভক্তরা লাইক কমেন্ট করতে থাকে।

হলুদ ড্রেসে সুপার হট বঙ্গ তনয়া মুনমুন, ববিতা জির সৌন্দর্য এবং স্টাইল দেখে পাগল ভক্তরা

সম্প্রতি, মুনমুনকে দেখা গেছে ITA Award শোতে। যেখানে মুনমুন একটি হলুদ কাধ খোলা পোশাকে সেজেছিলেন। অসম্ভব মোহময়ী লেগেছে তাকে। তার সাজ পোশাক দেখে ভক্তরা মুগ্ধ, এমনকি তার শোয়ের কিছু কিছু ছবি ও ভিডিও ক্লিপস ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখুন মুনমুন এর নিজস্ব vloger মুহূর্ত।